Kalyani: পুলিশের ভূমিকায় অসন্তোষ, ঘনাকে খুঁজে পেতে হাইকোর্টে আইনজীবীরা

Kalyani: পুলিশের ভূমিকায় অসন্তোষ, ঘনাকে খুঁজে পেতে হাইকোর্টে আইনজীবীরা

‌কল্যাণীর এসিজেএম আদালত। সেই আদালত চত্বরেই সকলের চোখের সামনে বেড়ে উঠছিল ঘনা। সকলের তার ওপর মায়াও পড়ে যায়। কিন্তু ৪ বছর আগে আচমকাই নিরুদ্দেশ হয়ে যায় সে। ঘনাকে খুঁজে পেতে আদালতে মামলাও দায়ের হয়। আদালত নির্দেশ দেয়, ঘনাকে খুঁজে বের করতেই হবে। কিন্তু পুলিশের তো কোনও হেলদোল নেই। তাই এবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। কিছু একটা হেস্তনেস্ত করেই ছাড়বেন মামলাকারী আইনজীবীরা।

হাইকোর্টে দায়ের করা মামলায় মামলাকারীরা জানিয়েছেন, যেখানে নিম্ন আদালত ঘনাকে খুঁজে দিতে বলেছে, সেখানে পুলিশ কেন এখনও পর্যন্ত ব্যবস্থা নিচ্ছে না। পাশাপাশি তাঁদের বক্তব্য, কল্যাণীর আদালত তো চার দেওয়াল দিয়ে ঘেরা। সেখান থেকে কী করে ঘনা নিরুদ্দেশ হয়ে গেল। একটি গাড়ি আদালত চত্বরে ঢুকল আবার বেরিয়েও গেল। এতে তো আদালতের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠছে। মামলাকারীদের আবেদন, উচ্চ আদালত যেন এমন নির্দেশ দেয় যাতে ঘনাকে খুঁজে বের করার উপযুক্ত ব্যবস্থা করে পুলিশ। আইনজীবী অতসী চক্রবর্তী-সহ ৬ জন হাইকোর্টে এই মামলা দায়ের করেছেন। বিচারপতি শম্পা সরকারের এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

যে ঘনার কথা বলা হচ্ছে, সেই ঘনা আসলে একটি শুয়োর। আদালত চত্বরেই সকলের চোখের সামনে বেড়ে উঠছিল সে। আদালত চত্বরে যারা যাতায়াত করত, তাঁদের কাছে স্লেহের পাত্র হয়ে উঠেছিল এই ঘনা। আদালত চত্বরে থাকা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, গত ২৫ মার্চ ভোর সাড়ে পাঁচটা নাগাদ একটি সাদা গাড়ি ঢোকে আদালত চত্বরে। সেই গাড়ি থেকে চার জন নেমে আসে। তারাই ঘনাকে নিয়ে চলে যায়। মামলাটি প্রথমে নিম্ন আদালতে উঠলে বিচারক ঘনাকে খুঁজে বের করার নির্দেশ দেন।