শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে উত্তরপত্র তলব করল কলকাতা হাইকোর্ট। ৩ সপ্তাহের মধ্যে ওই উত্তরপত্র খুঁজে বার করে আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
জানা গিয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশনে বেনিয়মের একটি মামলায় উত্তরপত্র তলব করেছিলেন বিচারপতি। কিন্তু কমিশনের তরফে জানানো হয় উত্তরপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। এর পর বিধাননগর কমিশনারেটে FIR দায়ের করে তারা। শনিবার সেকথা শুনে বেজায় ক্ষুব্ধ হন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, কোনও কথা শুনতে চাই না। পুলিশ হোক বা কমিশন, ৩ সপ্তাহের মধ্যে খাতা উদ্ধার করে নিয়ে আসবেন।
এর আগে গ্রুপ ডি, গ্রুপ সি, SSC, SLST, প্রাইমারি টেট নিয়োগে একের পর এক দুর্নীতির ঘটনা প্রকাশ্যে এসেছে। আদালতের নির্দেশে চাকরি গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য পরেশচন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর। এবার দুর্নীতির অভিযোগ উঠল মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে।
(Source: hindustantimes.com)