১৬ বছর বয়সে বাবার মৃত্যু, সংসার চালাতে দুধ বিক্রি করেছেন ! আজ ২০,৮৩০ কোটির মালিক এই ব্যক্তি

১৬ বছর বয়সে বাবার মৃত্যু, সংসার চালাতে দুধ বিক্রি করেছেন ! আজ ২০,৮৩০ কোটির মালিক এই ব্যক্তি

Rizwan Sajan Success Story: লাতিন ভাষায় এক জনপ্রিয় প্রবাহ বাক্য আছে, ‘ফ্রম দ্য অ্যাশেস টু দ্য স্টারস’ অর্থাৎ ছাই থেকে নক্ষত্র হওয়া- রিজওয়ান সজনের কাহিনি যেন অনেকটাই এরকম। সংযুক্ত আরব আমিরশাহীর এক বিশিষ্ট প্রথম সারির ভারতীয় ব্যবসায়ী রিজওয়ান সজন (Rizwan Sajan)। এমনকী সংযুক্ত আরবে ১০০ ভারতীয় নেতৃত্বের মধ্যে দ্বাদশ স্থানেই (Success Story) রয়েছে তাঁর নাম। তবে আজকের দিনের সাফল্যের আড়ালের কাহিনির সূত্রপাত ঘটেছিল কিন্তু মুম্বইয়ের এক ক্লিন্ন বস্তিতে।

মুম্বইতেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বড় হয়ে উঠেছেন সজন। মাত্র ১৬ বছর বয়সে তাঁর বাবা মারা যান, আর তারপর পরিবারের ভরণপোষণের জন্য তিনি বিভিন্ন কাজ করতে শুরু করেন। বাড়ি বাড়ি দুধ বিক্রি করা থেকে শুরু করে বই এবং আতশবাজিও বিক্রি করেছেন তিনি। রিজওয়ান সজনের শৈশব ছিল নানা প্রতিকূলতায় ভরা। তবু তাঁর দৃঢ় সংকল্প আর অদম্য জেদ তাঁকে এগিয়ে নিয়ে গিয়েছে অনন্ত পথ।

১৯৮১ সালে অর্থ রোজগারের আশায় কুয়েতে পাড়ি দেন রিজওয়ান সজন। তাঁর মামার বিল্ডিং সাপ্লাই স্টোরে একজন ট্রেনি সেলসপার্সন হিসেবে তিনি কাজ শুরু করেন। সেখানে তাঁর নিষ্ঠা আর কঠোর পরিশ্রম তাঁকে পদমর্যাদার উন্নতি করতে সহায়তা করে। ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেন তিনি, কিন্তু ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের কারণে তাঁকে আবার মুম্বই ফিরে আসতে হয়। জীবনে বড় ধাক্কা খান রিজওয়ান।

১৯৯৩ সালে তিনি দুবাইতে পাড়ি দেন। একটি হার্ডওয়্যারের দোকানে কাজ শুরু করেন সেখানে। কিন্তু শীঘ্রই মাত্র কয়েক হাজার দিরহামে তিনি নিজের ব্যবসা শুরু করেন। সজনের দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বে দানিয়ুব গ্রুপের ব্যবসা ধীরে ধীরে এগোতে থাকে। আজ দানিয়ুব বার্ষিক ৫ দিরহাম আয় করে এবং উপসাগরীয়, এশিয়া ও আফ্রিকায় এর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। সংস্থাটি বাহরিন, ওমান, সৌদি আরব, কাতার, ভারত ও চিনের মত দেশে কাজ করে। শুধু ব্যবসায়িক সাফল্যই নয়, এর পাশাপাশি তাঁর উদ্যোগে চালু হয়েছে দানিউব ওয়েলফেয়ার সোসাইটি। সম্প্রতি রিজওয়ান সজন আরবের মর্যাদাপূর্ণ মহম্মদ বিন রশিদ আল মাকতুম বিজনেস এক্সিলেন্স পুরস্কারে সম্মানিত হয়েছেন। তাঁর বর্তমান মোট সম্পদের মূল্য প্রায় ২.৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় ২০ হাজার ৮০০ কোটি টাকা।

(Feed Source: abplive.com)