মণিপুরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিধস! অব্যাহত মৃত্যু মিছিল

মণিপুরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিধস! অব্যাহত মৃত্যু মিছিল

মণিপুরের নোনেতে ভূমিধসের জেরে মৃত্যু মিছিল যেন থামছে না। আগে মৃতের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছিল ২০ টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ টি। শনিবার নতুন করে ওই এলাকায় ফের ভূমিধস দেখা যায়। এদিন আরও ১৩ টি দেহ উদ্ধার হয়েছে।

মণিপুরের রাজধানী থেকে ৭৫ কিলোমিটার পশ্চিমে মার্চিং পার্চ ৫ এলাকায় ভয়াবহ ধসের ছবি উঠে আসে। মণিপুরের ইতিহাসে এই ধসই সবচেয়ে ভয়াবহ বলে জানা গিয়েছে। এলাকায় একটি রেল স্টেশন নির্মাণ কাজের নিরাপত্তায় সেখানে মোতায়েন ছিল সেনা। ভারতীয় সেনার ১০৭ টেরিটোরিয়াল আর্মির ক্যাম্পের কাছেই এই ধস নামে। নেনো জেলা প্রশাসন জানিয়েছে এপর্যন্ত ৩৪ টি মৃতদেহ উদ্ধার হয়েছে। নতুন করে ১৩ টি মৃতদেহ উদ্ধার হয়েছে। এই ১৩ টির মধ্যে ৮ টি দেহ সেনা জওয়ানদের ছিল। ৮ ঘণ্টায় ৩ জন বন্ধুকে বিভিন্ন এলাকায় হত্যা! সিরিয়াল কিলারের কাণ্ডে চাঞ্চল্য 

মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করেছেন। এছাড়াও মন্ত্রী তথা চিকিৎসক এস রঞ্জন ও এল সুসিন্দ্রের নেতৃত্বাধীন একটি দল এলাকা পরিদর্শন করেন। জানা গিয়েছে, গোটা ধস সংকীর্ণ এলাকায় ৪০০ জন সেনা কর্মী নেমেছেন উদ্ধার কাজে। এলাকা সংলগ্ন গ্রামের অনেকেই নিখোঁজ। তাঁদের সন্ধানও মিলছে না। ফলে উদ্বিগ্ন পরিবারের লোকজন ক্রমেই ভিড় করছেন ধস সংলগ্ন এলাকায়। ২৯ বছরের কাবামগাই, ৫২ বছরের কাইজুলুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁদের পরিবারের সকলে এলাকায় জমায়েত করছেন। এদিকে, ১৪ জন সেনা জওয়ানের মৃতদেহ ইতিমধ্যেই তাঁদের পরিবারের কাছে পাঠানো হয়েছে।