#নয়াদিল্লি: সম্প্রতি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের (Bhabha Atomic Research Centre) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্টেনোগ্রাফার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এবং ড্রাইভারের পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ওয়েবসাইটে recruit.barc.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
BARC Recruitment 2022:আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ১ জুলাই থেকে। প্রার্থীদের আগামী ৩০ জুলাই, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
BARC Recruitment 2022: শূন্য পদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৮৯টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।
কালপক্কম, তারাপুর এবং মুম্বইতে নিউক্লিয়ার রিসাইকেল বোর্ডের অধীনে (NRB) নিয়োগের জন্য প্রার্থীদের থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, একই পদের জন্য একাধিক আবেদন জমা দেওয়ার অনুমতি নেই।
স্টেনোগ্রাফার- ৬টি পদ
ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট- ৭২টি পদ
ড্রাইভার- ১১টি পদ
BARC Recruitment 2022: আবেদনের যোগ্যতা
স্টেনোগ্রাফার: আবেদনকারীদের ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ ম্যাট্রিকুলেশন/দশম শ্রেণি পাশের সার্টিফিকেট থাকতে হবে। ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম ৮০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে।
ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট: ম্যাট্রিকুলেশন/দশম শ্রেণি পাশের সার্টিফিকেট থাকতে হবে।
ড্রাইভার: ম্যাট্রিকুলেশন/দশম শ্রেণি পাশের সার্টিফিকেট থাকতে হবে। এর পাশাপাশি হালকা এবং ভারী যানবাহন চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এ ছাড়াও আগ্রহী প্রার্থীদের মোটর মেকানিজম সম্পর্কে সামান্য হলেও জ্ঞান থাকা বাঞ্ছনীয়।
সম্পূর্ণ নোটিশের লিঙ্ক https://recruit.barc.gov.in/barcrecruit/appmanager/UserApps/getDocument?action=docfile&pid=659
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (Bhabha Atomic Research Centre)
পদের নাম | স্টেনোগ্রাফার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এবং ড্রাইভার |
শূন্য পদের সংখ্যা | ৮৯ |
কাজের স্থান | কালপক্কম, তারাপুর এবং মুম্বই |
কাজের ধরন | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন শুরুর তারিখ | ০১.০৭.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ৩০.০৭.২০২২ |
BARC Recruitment 2022: বয়সসীমা
প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
BARC Recruitment 2022: আবেদন ফি
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। এসসি/এসটি/পিডব্লিউডি/মহিলা প্রার্থীদের আবেদন ফি মকুব করা হয়েছে।
Keywords: BARC Recruitment 2022, Recruitment 2022
Original Link: https://www.firstpost.com/education/barc-recruitment-2022-register-for-89-stenographer-driver-and-other-posts-check-official-notice-here-10857231.html
Written By: Satabdy Kar