OnePlus Nord 2T –
মোবাইলের দুনিয়াতে নজর কেড়েছে OnePlus। এবার সংস্থার তৈরি OnePlus Nord বাজারে আসতে চলেছে। সংস্থা বলছে এটি সেকেন্ড জেনারেশনের ফোন। যদিও ফোনটি কবে আসবে সে বিষয়ে সংস্থার তরফে কিছু জানানো হয়নি। তবে সংস্থা স্মার্টফোনের ফিচারে’র বিষয়ে বেশ কিছু তথ্য সামনে এনেছে। জানা যাচ্ছে, স্মার্টফোনটিতে OxygenOS 12.1 (based on Android 12) সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে 50 MP ক্যামেরা। 8 MP ultrawide এবং 2 MP macro shooter-এর সুবিধা পাওয়া যাবে। সংস্থা বলছে ফোনে’র ক্যামেরা ছবি তোলার সংজ্ঞা বদলে দেবে। এছাড়াও এতে 4.500 mAH ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ডিসপ্লে’তেও রিয়েছে চমক। 6.43 ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। ভাবছেন তো দাম কত হবে? মাত্র নাকি ৩০ হাজার টাকা।
OPPO Reno8 Pro
পছন্দের তালিকায় সেভাবে প্রথমে জায়গা না পেলেও এখন অনেকটাই সংস্থা নিজেদের বদলে ফেলেছে। আর এরপরেই ফোনের দুনিয়াতে নিজেদের জায়গা পাকা করছে OPPO । ইতিমধ্যে সংস্থা’র ফোন নজর কেড়েছে। এবার ধামাকা দিতে বাজারে আসছে OPPO Reno8 Pro। ক্যামেরা থেকে ডিসপ্লে সবেতেই নাকি চমক! জানা যাচ্ছে, ফোনটিতে 6.62 ইঞ্চের AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। রয়েছে তিনটি ক্যামেরা। এছাড়াও স্মার্টফোনে a 4,500 mAh ব্যাটারি রয়েছে বলেও খবর। জুলাইতেই এই ফোন ভারতের বাজারে আসতে পারে বলে খবর। তবে তারিখ এখনও জানায়নি সংস্থা। এমনকি দামের বিষয়েও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে দাম ৩৫ হাজার টাকা হতে পারে বলে খবর।
Google Pixel 6A-
দীর্ঘ দুবছর পর ফের ভারতের বাজারে চমক দিতে আসছে Pixel। গত কয়েকবছর আগে Pixel 5 আত্মপ্রকাশ করেছিল ভারতের বাজারে। কিন্তু মাঝে বেশ কয়েকটি ফোন লঞ্চ করলেও সেগুলি ভারতের বাজারে আসেনি। ফলে Google Pixel 6A নিয়ে একটা কৌতূহল মোবাইল প্রেমীদের রয়েছেই। শুধু তাই নয়, ফিচারও মারাত্মক। ফোনে একদিকে যেমন Tensor chip ব্যবহার করা হয়েছে। তেমন ফোনে 6.1 ইঞ্চের OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে বলেও খবর। এছাড়াও HDR10_+ support, 12.2 MP + 12 MP rear ক্যামেরা যেমন রয়েছে। 8 MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে বলেও খবর। Google’ এর নিজস্ব Android 12 রয়েছে বলেও জানা যাচ্ছে। থাকছে আরও অসাধারণ বেশ কিছু ফিচার।
জানা জাছে জুলাইয়ে শেষে ফোনটি আত্মপ্রকাশ করতে পারে ভারতের বাজারে। দাম ৪০ হাজারের কাছাকাছি হতে পারে বলেও খবর।