মাঝরাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকল এক ব্যক্তি, পাঁচিল টপকে ঢুকেছিল, আটক

মাঝরাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকল এক ব্যক্তি, পাঁচিল টপকে ঢুকেছিল, আটক

মাঝরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাঁচিল টপকে ঢুকে পড়‌ল এক ব্যক্তি। এমনকী সারারাত বাড়ির মধ্যেই লুকিয়ে ছিল সে। সকালে প্রকাশ্যে আসে ঘটনাটি। জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। মুখ্যমন্ত্রীর আঁটোসাটো নিরাপত্তা বলয়ের মধ্যে কেমন করে বাড়ির মধ্যে ঢুকে পড়ল ওই ব্যক্তি? উঠছে প্রশ্ন।

ঠিক কী ঘটেছে মুখ্যমন্ত্রীর বাড়িতে?‌ সূত্রের খবর, শনিবার রাত ১টা নাগাদ ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ঢুকে পড়ে। সারারাত বাড়ির মধ্যেই ঘাপটি মেরে বসে থাকে। সকালে তাকে দেখতে পেয়েই ধরা হয়। আটক করে কালীঘাট থানার পুলিশ। কী করে ওই ব্যক্তি নিরাপত্তারক্ষীদের চোখের আড়ালে ঢুকে পড়লেন সেটাই খতিয়ে দেখছে পুলিশ।

আর কী প্রশ্ন উঠছে?‌ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেড ক্যাটগরির নিরাপত্তা বলয়। তার মধ্যেও কীভাবে একজন ঢুকে পড়ল? কী উদ্দেশে এসেছিল সে?‌ কেন সারারাত লুকিয়ে ছিল?‌ এর পিছনে কী রাজনীতি রয়েছে?‌ বিজেপি এভাবে লোক পাঠিয়েছে?‌ খুন করার পরিকল্পনা ছিল কী?‌ নাকি অপরাধ করে গা–ঢাকা দিতে এখানে লুকিয়ে পড়েছিল?‌ দফায় দফায় জেরা করছে পুলিশ।

আর কী জানা যাচ্ছে?‌ পুলিশের একটি সূত্র জানাচ্ছে, এই ব্যক্তির মানসিক অবস্থা ঠিক নয়। তবে সেটা কেমন তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে। এই ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে আসেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। রাতের নিরাপত্তা রক্ষীদের কৈফিয়ত চাওয়া হতে পারে।