Sachin Tendulkar: বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে চলেছে চলতি মাসের ২৮ তারিখ। এই সভার আগেই বিভিন্ন সংবাদমাধ্যমে জল্পনা শুরু হয়, বোর্ডের পরবর্তী সভাপতি হিসেবে নাকি এক কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের নাম বিবেচনায় রয়েছে।
বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে চলেছে চলতি মাসের ২৮ তারিখ। এই সভার আগেই বিভিন্ন সংবাদমাধ্যমে জল্পনা শুরু হয়, বোর্ডের পরবর্তী সভাপতি হিসেবে নাকি এক কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের নাম বিবেচনায় রয়েছে। সেই সূত্রেই সামনে আসে সচিন তেন্ডুলকরের নাম।জল্পনা শুরু হয়, তিনিই নাকি বর্তমান সভাপতি রজার বিনি-র উত্তরসূরি হতে চলেছেন।
তবে সমস্ত জল্পনায় জল ঢেলে স্পষ্ট বিবৃতি দিয়েছে সচিন তেন্ডুলকরের সংস্থা এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। তাদের তরফ থেকে জানানো হয়ছে, “সচিন তেন্ডুলকরকে বিসিসিআই সভাপতি পদে বিবেচনা বা মনোনীত করা হতে পারে বলে যে গুজব ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এমন কোনও আলোচনা বা পদক্ষেপ হয়নি।” পাশাপাশি সংস্থা সকলকে এই ধরনের বিভ্রান্তিকর খবরে গুরুত্ব না দেওয়ার অনুরোধ জানায়।
বর্তমান সভাপতি রজার বিনি ২০২২ সালের অক্টোবরে দায়িত্ব নেন। কিন্তু বিসিসিআই-এর সংবিধান অনুযায়ী ৭০ বছর বয়স পূর্ণ হওয়ার পর পদত্যাগ বাধ্যতামূলক। সেই অনুযায়ী, তার মেয়াদ শেষ হয়েছে এই বছরই। ফলে নতুন সভাপতির নির্বাচনের দিকেই তাকিয়ে আছে দেশের ক্রিকেটমহল।
এই এজিএমে শুধু সভাপতি নয়, বোর্ডের ওম্বাডসম্যান, এথিক্স অফিসার এবং আইসিসি-তে বোর্ডের প্রতিনিধি নিয়োগও হবে। তবে একমাত্র সভাপতির পদ ছাড়া অন্য পদে তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। কারণ সচিব দেবজিত সাইকিয়া সহ অধিকাংশ পদে থাকা কর্মকর্তারা তাঁদের দায়িত্বে বহাল থাকছেন বলেই জানা যাচ্ছে।
সব মিলিয়ে, বিসিসিআই সভাপতি নিয়ে জল্পনার মাঝে সচিন তেন্ডুলকরের নাম উঠে এলেও, তিনি নিজেই তাতে ইতি টানলেন। এখন দেখার, ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক পদে শেষ পর্যন্ত কাকে দেখা যায়। আগাম ২৮ সেপ্টেম্বর পর্যন্ত জারি থাকবে চূড়ান্ত অপেক্ষা।
(Feed Source: news18.com)