ব্যাঙ্কে ৬ হাজারের বেশি পদে নিয়োগ! আবেদনের প্রক্রিয়া শুরু শুক্রবার থেকে

ব্যাঙ্কে ৬ হাজারের বেশি পদে নিয়োগ! আবেদনের প্রক্রিয়া শুরু শুক্রবার থেকে

পরীক্ষা ও নিয়োগ কবে

দু-দফায় নিয়োগের পরীক্ষা নেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা এবছরের সেপ্টেম্বরে। এরপর মেন পরীক্ষা হওয়ার কথা অক্টোবরে। আর সফল পরীক্ষার্থীদের নিয়োগ সম্পূর্ণ হতে পারে ২০২৩-এর এপ্রিলের মধ্যে।

বয়স

২০২২-এর ১ জুলাইয়ের নিরিখে ২০-২৮ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসরণ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিংবা তার সমতুল কোনও ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি। কম্পিউটার চালানো এবং কাজ করার অভিজ্ঞতা থাকতেই হবে। সেক্ষেত্রে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কিংবা অপারেশনে সার্টিফিকেট কিংবা ডিপ্লোমা কিংবা ডিগ্রি থাকতে হবে। এছাড়াও হাইস্কুল, কলেডে কম্পিউটার অন্যতম বিষয় হিসেবে থাকতে হবে।

আবেদনের ফি

আবেদনের ফি

সাধারণ প্রার্থীদের জন্য ৮৫০ টাকা। তবে তফশিলি জাতি, উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের জন্য ১৭৫ টাকা করে।
তবে আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে আবেদন করার আগে নিয়োগে বিজ্ঞপ্তি ভাল করে পড়ে নিতে। https://ibps.in/