১০ ঘণ্টায় কলকাতা- ত্রিপুরা ভায়া ঢাকা ! এক বছরের মধ্যে শুরু হবে নয়া রেল প্রকল্প

১০ ঘণ্টায় কলকাতা- ত্রিপুরা ভায়া ঢাকা ! এক বছরের মধ্যে শুরু হবে নয়া রেল প্রকল্প

প্রিয়াঙ্কা দেববর্মন

আগরতলা থেকে বাংলাদেশের আখাউরা পর্যন্ত রেল যোগাযোগ ব্যবস্থা আগামী বছরের মধ্যে শেষ হতে পারে বলে আশা প্রকাশ করলেন অর্থদফতরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তিনি আগরতলা-আখাউরা প্রকল্পও পরিদর্শন করেন। মূলত রেল প্রকল্পের কাজ কতটা হয়েছে তা খতিয়ে দেখার জন্যই তিনি এই প্রকল্প পরিদর্শন করেন। জেলা প্রশাসন, পরিবহণ দফতরের আধিকারিকদের সঙ্গেও তিনি আলোচনা করেন। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, কাজের অগ্রগতি হয়েছে। এই প্রকল্প শেষ হলে বাংলাদেশ যাওয়া অনেকটাই সহজতর হবে। এই প্রকল্পের উদ্বোধন হতে এখনও প্রায় ১ বছর সময় লাগবে।

সূত্রের খবর ইন্দো-বাংলা ওই রেল প্রকল্প আগরতলা ও আখাউরার মধ্যে যোগাযোগ বৃদ্ধি করবে। ইন্দো- বাংলাদেশ সীমান্তে নিয়াচিন্তাপুর ইমিগ্রেশন সেন্টারকে ছুঁয়ে এই রেলপথ থাকবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা হয়ে কলকাতা ও ত্রিপুরার মধ্যে যোগাযোগ ৩১ ঘণ্টা থেকে কমে হয়ে যাবে ১৯ ঘণ্টা।

প্রসঙ্গত ইংরেজ আমলে আগরতলা থেকে আখাউরা পর্যন্ত রেল যোগাযোগ ব্যবস্থা কার্যকরী ছিল। এরপর ২০১০সালে এই পথে ফের প্রকল্প শুরু করা হয়। তার তিনবছর পরে ভারত ও বাংলাদেশ এই রেল প্রকল্পের ব্যাপারে মউ স্বাক্ষর করে। এদিকে সূত্রের খবর, ২০২০ সালেই এই প্রকল্পে শেষ হতে পারে বলে আশা করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে তা শেষ হয়নি। মূলত কোভিড অতিমারি ও জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যার জেরে এই প্রকল্পের কিছুটা দেরি হয়ে যায়।

(Source: hindustantimes.com)