কেন হঠাৎ হায়দরাবাদকে ভাগ্যনগর সম্মোধন মোদির? তবে কি বদলাচ্ছে নাম? জোর জল্পনা

কেন হঠাৎ হায়দরাবাদকে ভাগ্যনগর সম্মোধন মোদির? তবে কি বদলাচ্ছে নাম? জোর জল্পনা

#হায়দরাবাদ : সত্যিই কি এবার নাম বদলাতে চলেছে হায়দরাবাদের? শহরের হায়দরাবাদ কি হতে চলেছে ভাগ্যনগর? প্রসঙ্গ ও জল্পনা উস্কে দিলেন, আর কেউ নন, খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজামের শহরে জাতীয় কর্মসমিতির বৈঠকে এদিন হায়দরাবাদকে ‘ভাগ্যনগর’ সম্বোধন করেন মোদি। আর তাতেই শুরু হয়েছে জোর জল্পনা (Modi Hyderabad)।

রবিবার মোদি বলেন, ‘ভাগ্যনগর’ থেকেই ‘এক ভারত’ শব্দের প্রচলন করেছিলেন সর্দার প্যাটেল। পরে সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা রবিশংকর প্রসাদ বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি (Modi Hyderabad) আজ আমাদের আবেগপ্রবণ করে তুলেছেন। তিনি বলেছেন, হায়দরাবাদ হল ভাগ্যনগর। যা আমাদের সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক ভারতের ভিত্তি অটুট রেখেছিলেন সর্দার প্যাটেল। এবার সেই ভিত্তি অটুট রাখার দায়িত্ব হল বিজেপির।’

মোদির এই মন্তব্যের প্রসঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদির (Modi Hyderabad) মতে হায়দরাবাদই ভাগ্যনগর। আমাদের কাছে যা বেশ তাৎপর্যপূর্ণ। ঐক্যবদ্ধ ভারতের যে ভিত্তি স্থাপন করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, বিজেপির দায়িত্ব তাকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়া।’’

প্রসঙ্গত, হায়দরাবাদের (Hyderabad) নাম ‘ভাগ্যনগর’ করার দাবি আগেই তুলেছেন যোগী আদিত্যনাথ-সহ আরএসএস ও বিজেপির একাধিক নেতা। ২০২০ সালে পুরসভার ভোটে প্রচার হায়দরাবাদ করতে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে তাঁর মুখেও শোনা গিয়েছিল নামবদলের কথা। হায়দরাবাদকে ভাগ্যনগরে বদলে ফেলার আহ্বান জানিয়ে বিজেপিকে ভোট দিতে বলেছিলেন তিনি। এবার খোদ প্রধানমন্ত্রীর মুখে ভাগ্যনগর শুনে সে জল্পনা নতুন করে উসকে গেল।

তবে কি অদূর ভবিষ্যতে বদলে যেতে পারে হায়দরাবাদের নাম? কারণ বিজেপি সরকারের আমলে একাধিক শহরের নাম পরিবর্তন হয়েছে। এবারও কি সেই পথেই হাঁটা হবে? এ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের উত্তর, ‘‘বিজেপি যখন এই রাজ্যে ক্ষমতায় আসবে, তখন মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’’ অর্থাৎ নিজামের শহরের নাম বদলের ভাবনা যে গেরুয়া শিবিরের রয়েছে, তা কার্যত স্পষ্ট করে দিলেন তিনি।

Published by:Sanjukta Sarkar

(Source: news18.com)