
দুবাই: অভিষেক শর্মার তাণ্ডব, তিলক বর্মার আগ্রাসান, সঞ্জু স্যামসনের ইতিবাচক মানসিকতা – এশিয়া কাপের সুপার ফোরের নিয়মরক্ষার ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে হলেও ভারতকে ভরসা দিল ত্রয়ী। শ্রীলঙ্কার বিরুদ্ধে রানের পাহাড়ে পৌঁছে গিয়েছিল ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ভারত তুলেছিল ২০২/৫। চলতি এশিয়া কাপে যা সর্বোচ্চ দলগত স্কোর।
রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই যখন শূন্য করে ফিরলেন কুশল মেন্ডিস, ভারতীয় শিবিরে উৎসবের আবহ। সকলে ধরেই নিয়েছিলেন যে, শ্রীলঙ্কার ব্যাটিংয়ে ধস নামা সময়ের অপেক্ষা।
কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন শ্রীলঙ্কার আর এক ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। দ্বিতীয় উইকেটে ১২৭ রান যোগ করে ভারতীয় বোলিংয়ের নাভিশ্বাস তুলে দিলেন দুজনে। ৩২ বলে ৫৮ রান করে ফিরলেন কুশল পেরেরা। তবে নিশাঙ্কা থামার কোনও লক্ষণ দেখাননি। দুরন্ত সেঞ্চুরি (Pathum Nissanka century) করলেন তিনি। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম সেঞ্চুরি। ৫২ বলে সেঞ্চুরি। অর্শদীপ সিংহকে ছক্কা মেরে তিন অঙ্কে পৌঁছলেন।
Unbeaten run in the #AsiaCup2025 continues 🙌
On to the #Final 💪 🔜
Scorecard ▶️ https://t.co/FSv1q3IqCa#TeamIndia | #Super4 | #INDvSL pic.twitter.com/cNacwS1jJh
— BCCI (@BCCI) September 26, 2025
যদিও নাটকের তখনও বাকি ছিল। কুশল পেরেরাকে ফেরালেন বরুণ চক্রবর্তী। তারপর দ্রুত উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। অবশেষে ২০ ওভারে ২০২/৫ স্কোরেই আটকে যায় শ্রীলঙ্কা। ম্যাচ গড়াল সুপার ওভারে। চলতি এশিয়া কাপের সবচেয়ে রোমহর্ষক লড়াইয়ের ফয়সালা হবে সুপার ওভারে।
নিশাঙ্কা ফিরতেই খেই হারায় শ্রীলঙ্কার ব্যাটিং। হর্ষিত রানার শেষ ওভারে ম্যাচ জেতার জন্য ১২ রান দরকার ছিল শ্রীলঙ্কার। ১১ রান তোলে তারা। শ্রীলঙ্কার স্কোরও ২০২ রান। ৫ উইকেটের বিনিময়ে। ম্যাচ টাই হওয়ায় ফয়সালার জন্য তা গড়ায় সুপার ওভারে।
নাটকীয় ম্যাচের রাশ পেণ্ডুলামের মতো একবার ভারতের দিকে ঝুঁকেছে, তো পরের মুহূর্তে শ্রীলঙ্কার দিকে। তবে সুপার ওভার অতটা রুদ্ধশ্বাস হয়নি। অর্শদীপ সিংহের বলে প্রথমে ব্যাট করে মাত্র ২ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। ৫ বলে ২ রান তুলেই দুটি উইকেট হারিয়ে বসে দ্বীপরাষ্ট্র। বাঁহাতি অর্শদীপের অভিজ্ঞতা ভারতকে সুবিধাজনক জায়গায় রাখে।
সুপার ওভারে ভারতের হয়ে ইনিংস ওপেন করতে নামেন সূর্যকুমার যাদব ও শুভমন গিল। অভিষেক শর্মা নামেননি। ওয়ানিন্দু হাসারাঙ্গার প্রথম বলেই দৌড়ে তিন রান নিয়ে নেন ভারত অধিনায়ক সূর্যকুমার। সুপার ওভারে ম্যাচ জিতে ফাইনালে ভারত।
(Feed Source: abplive.com)
