Mithun Chakraborty: বিজেপি’র জন্য অক্সিজেনের খোঁজ, ফের মাঠে নামছেন মহাগুরু মিঠুন

Mithun Chakraborty: বিজেপি’র জন্য অক্সিজেনের খোঁজ, ফের মাঠে নামছেন মহাগুরু মিঠুন

দীপক ঘোষ, কলকাতা: লোকসভা ভোটের (Loksabha Election) আগে ফের বঙ্গ রাজনীতিতে সক্রিয় মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। পৌঁছলেন কলকাতায় (Kolkatay)। শরীর সুস্থ থাকলে যাবেন রাজ্য বিজেপি (BJP) দফতরে, এমনটাই খবর। একথা জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Maumdar)। ২০২১-এর বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। বিভিন্ন জায়গায় বিজেপির হয়ে প্রচারও করেন তিনি।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের সময় যে তুঙ্গ মাত্রায় পৌঁছেছিল বঙ্গ বিজেপির উন্মাদনা এখন ঠিক তার উল্টো স্রোত বইছে গেরুয়া শিবিরে, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। কোনও কর্মসূচি ঘিরেই তেমন উৎসাহের স্রোত দেখা যাচ্ছে না কর্মীদের মধ্যে। এর কারণ নিয়ে অসংখ্য বিশ্লেষণ হয়েছে।

গত পুরসভা নির্বাচনের সময় থেকেই প্রকটভাবে ধরা পড়ে সেই ছবি। পরিস্থিতি পাল্টানোর জন্য নানাবিধ উপায় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। এবার সেই পরিস্থিতি পাল্টাতে এগিয়ে এল পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলার পরিস্থিতি নিয়ে আক্ষরিক অর্থেই উদ্বিগ্ন দিল্লির নেতারা। লোকসভা ভোটের আগে বঙ্গ গেরুয়া শিবিরকে চাঙ্গা করতে এবার তাই সহজ টোটকা হিসাবে আপাতত মরা গাঙে জোয়ার আনতে মিঠুন দাওয়াই প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

সোমবারই কলকাতায় এলেন মিঠুন চক্রবর্তী। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে মিঠুন সম্ভবত পার্টি অফিসে আসবেন। তবে মিঠুন ঘনিষ্ঠরা জানিয়েছেন, মহাগুরু সোমবারই যেতে পারেন। কথা বলবেন সুকান্ত মজুমদার এবং দলের সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তীর সঙ্গে। ওই বৈঠকে দলের অন্যান্য নেতারাও উপস্থিত থাকতে পারেন। কর্মীদের মনোবল চাঙ্গা করাই এখন দলের মূল লক্ষ্য। সেই কাজে মিঠুনকে কীভাবে ব্যবহার করা যায়, তারই নীলনকশা তৈরি করা হবে বলে দলীয় সূত্রে খবর।

উল্লেখ্য, মিঠুনের জনপ্রিয়তা প্রশ্নাতীত। বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে তাঁর যোগদানে কর্মী মহলে ব্যাপক সাড়া ফেলেছিল। সেকথা মাথায় রেখেই মিঠুনকে ফের ময়দানে নামানোর চেষ্টা করবে রাজ্য নেতৃত্ব, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। যদিও দলের নেতৃত্বের ধারণা, মিঠুনের পার্টি অফিসে আসা, দলের হয়ে কথা বলা এগুলোও বিজেপি কর্মীদের উদ্বুদ্ধ করবে তাতে সন্দেহ নেই। একুশের নির্বাচনী প্রচারে বিজেপির তারকা প্রচারক মিঠুন অবশ্য ভোটের ফল প্রকাশের পরই উধাও হয়ে যান রাজনীতির বলয় থেকে। সেই মিঠুনকেই আবার মাঠে নামতে এখন তৎপর গেরুয়া বাহিনী।

(Source: abplive.com)