Taliban: শাসন ক্ষমতা মুঠোয়, নববধূকে সেনা কপ্টারে চাপিয়ে বাড়ি আনলেন তালিবান কমান্ডার

Taliban: শাসন ক্ষমতা মুঠোয়, নববধূকে সেনা কপ্টারে চাপিয়ে বাড়ি আনলেন তালিবান কমান্ডার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের শাসন ক্ষমতা এখন হাতের মুঠোয়। তাই থোড়াই কেয়ার। সেনা চপার নিয়ে বিয়ে করতে এলেন তালিবান কমান্ডার। এনিয়ে শোরগোল পড়ে গিয়েছে আফগানিস্তানের খোস্ত প্রদেশে।

আফগান সংবাদমাধ্যম খামা প্রেসের খবর অনুযায়ী, অভিযুক্ত ওই কমান্ডার হাক্কানি গোষ্ঠীর। শনিবার তিনি কপ্টার হাঁকিয়ে বিয়ে করতে আসেন পূর্ব আফগানিস্তানের বকরি বারাক জেলায়। সেই চপারকে ঘিরে এলাকার লোকজন জমা হয়ে যায়। সোশ্যাল মিডিয়ার সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

ওই আফগান সংবাদমাধ্য়মের খবর অনুযায়ী, মেয়ের বাবাকে কন্যা পণ হিসেবে ১,২০০,০০০ আফগানি দেন ওই কমান্ডার। তার পর ধুমধাম করে বিয়ে সারেন। এরপর নববধূকে নিয়ে কপ্টারে চড়ে উড়ে যান।

এদিকে, তালিবান কমান্ডারের ওই তুঘলকি কাণ্ডে চাপে পড়ে গিয়েছে তালিবান সরকার। সরকারের তরফে মুখপাত্র কারি ইউসুফ আহমাদি অবশ্য এতবড় ঘটনাকে একেবারেই উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এইসব অভিযোগ একেবারেই ভিত্তিহীন ও বিরোধীদের অপপ্রচার।

অন্যদিকে সোশ্য়াল মিডিয়ায় ওই ভিডিয়ো ক্লিপ ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছেন মানুষজন। জন সাধারণের টাকার এরকম শ্রাদ্ধ হওয়ায় সরব তাঁরা।

(Source: zeenews.com)