Mamata Banerjee: ‌নিরাপত্তা বাড়ল মুখ্যমন্ত্রীর, কী কী ব্যবস্থা থাকছে?

Mamata Banerjee: ‌নিরাপত্তা বাড়ল মুখ্যমন্ত্রীর, কী কী ব্যবস্থা থাকছে?

মুখ্যমন্ত্রীর বাড়িতে পাঁচিল টপকে রাতের অন্ধকারে আগন্তুকের প্রবেশের পর এবার আরও কড়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা। কালীঘাটের বাসভবনে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হল বলে পুলিশ সূত্রে খবর। এই বিষয়ে উদ্যোগী হয়েছে লালবাজার। এই নিরাপত্তা নিয়ে বৈঠক হয় নবান্নে। তারপরই নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

ঠিক কেমন হচ্ছে নিরাপত্তা বেষ্টনি?‌ লালবাজার সূত্রে খবর, কীভাবে ঢুকল যুবক? কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত আরও ১৮ জন কনস্টেবল মোতায়েন করা হচ্ছে। বাড়ানো হচ্ছে সিসিটিভির সংখ্যা। এছাড়া টহলদারি ভ্যানের সংখ্যা বাড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকা–বেরোনোর পথে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে।

ঠিক কী ঘটেছিল কালীঘাটে?‌ পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ঢুকে পড়ে এক আগন্তুক। সারারাত সেখানে ঘাপটি মেরে থাকে। তার জামার ভিতরে একটা লোহার রড ছিল। নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে সে ঢুকে পড়েছিল। সকালে তাকে আটক করা হয়। উত্তর ২৪ পরগনার হাসনাবাদের বাসিন্দার নাম হাফিজুল মোল্লা। কোনও অসৎ উদ্দেশে সে ঢুকেছিল বলে মনে করা হচ্ছে। তাই তাকে গ্রেফতার করে কালীঘাট থানার পুলিশ।

তারপর ঠিক কী ঘটল? নবান্ন সূত্রে খবর, এই ঘটনার পর নবান্নে স্বরাষ্ট্রসচিব, ডিজি (নিরাপত্তা) এবং কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। সেখানে ক্ষোভের মুখে পড়েন রাজ্য পুলিশের ডিজি (নিরাপত্তা)। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। আর মুখ্যমন্ত্রীর বাড়িকে দু’‌ভাগে ভাগ করে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্সের। কমব্যাট ফোর্সও রাখা হয়েছে।