Bengaluru Doctor Death Update: কেন চিকিৎসক স্ত্রীকে ঠান্ডা মাথায় সরিয়ে দেন ডাক্তার স্বামী? বেঙ্গালুরু কাণ্ডে নয়া মোড়

Bengaluru Doctor Death Update: কেন চিকিৎসক স্ত্রীকে ঠান্ডা মাথায় সরিয়ে দেন ডাক্তার স্বামী? বেঙ্গালুরু কাণ্ডে নয়া মোড়

নিকিতার আরও অভিযোগ, গরিব মানুষের জন্য ক্লিনিক খুলতে চেয়েছিলেন ক্রুথিকা৷ কিন্তু তাতেও আপত্তি জানান মহেন্দ্র৷

মৃত চিকিৎসক ক্রুথিকা এবং তাঁর অভিযুক্ত স্বামী মহেন্দ্র রেড্ডি৷

বেঙ্গালুরুতে তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে৷ ক্রুথিকা রেড্ডি নামে ওই মহিলা চিকিৎসককে অ্যানেস্থেশিয়ার ওষুধ ইঞ্জেকশনের মাধ্যমে দিয়ে খুন করে তাঁরই চিকিৎসক স্বামী৷ হাড় হিম করা এই হত্যাকাণ্ডের ছ মাস পর অবশেষে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত চিকিৎসক মহেন্দ্র রেড্ডিকে৷