
Bagh Line Kali Temple: পুরুলিয়া জেলার রঘুনাথপুরের বিখ্যাত জয়চন্ডী পাহাড়ের এক প্রান্তে অবস্থিত ‘বাঘ লাইন কালী মন্দির’। ধারণা করা হয় যে প্রায় ১২০০ বছর আগে এই পুজোর প্রচলন শুরু হয়। পাহাড়ি এলাকায় বাঘেরা এক লাইন বেঁধে যাতায়াত করত। সেই থেকেই স্থানটির নাম হয় ‘বাঘ লাইন’।
পুরুলিয়ার ঐতিহ্যবাহী ‘বাঘ লাইন কালী মন্দির’
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার রঘুনাথপুরের বিখ্যাত জয়চন্ডী পাহাড়ের এক প্রান্তে অবস্থিত ‘বাঘ লাইন কালী মন্দির’। মন্দিরে পুজোর সূচনাকাল সম্পর্কে নির্দিষ্ট কোনও তথ্য না থাকলেও, ধারণা করা হয় যে প্রায় ১২০০ বছর আগে এই পুজোর প্রচলন শুরু হয়।
লোককথা অনুযায়ী, সেই সময় জয়চন্ডী পাহাড়ের আশপাশের এলাকা ছিল ঘন অরণ্যে ঢাকা। বনের গভীরে নানা বন্য জন্তু-জানোয়ারের আনাগোনা ছিল, বিশেষ করে বাঘেরা এক লাইন বেঁধে যাতায়াত করত এই পথে। সেই থেকেই স্থানটির নাম হয় ‘বাঘ লাইন’। এই নির্জন ও জঙ্গলে ঘেরা স্থানে কাশ্মীর থেকে এক তপস্বী শ্রীমৎ সদানন্দ ব্রহ্মচারী সাধনা করতে এসে বসবাস শুরু করেন। তপস্যারত অবস্থায় তিনি প্রথমে একটি পাথরকে দেবী রূপে পুজো করতে শুরু করেন।
আজও এই মন্দির স্থানীয় মানুষের ভক্তি ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু। প্রাচীন ঐতিহ্য ও আধ্যাত্মিকতার নিদর্শন হিসেবে ‘বাঘ লাইন কালী মন্দির’ পুরুলিয়ার সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক হয়ে রয়েছে।
