Sarkari Naukri: লাইব্রেরিয়ান সহ শিক্ষক পদে ব্যাপক নিয়োগ, বিএড থাকলেই করুন আবেদন

Sarkari Naukri: লাইব্রেরিয়ান সহ শিক্ষক পদে ব্যাপক নিয়োগ, বিএড থাকলেই করুন আবেদন
 

অনলাইনের মাধ্যমে আবেদন-

NVS-এ TGT, PGT প্রিন্সিপাল এবং একাধিক শিক্ষক পদে নিয়োগ করা হবে। আর এই পদে আবেদন (NVS Recruitment 2022) করতে গেলে অনলাইনের মাধ্যমে করতে হবে। আর তা করতে NVS-এর সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আর সেজন্যে এই লিঙ্কে- navodaya.gov.ইন – ক্লিক করতে হবে। এছাড়াও সরাসরি navodaya.gov.ইন/nvs/en/Home1- এই লিঙ্কে ক্লিক করেও আবেদন করা যাবে এই শূন্যপদের জন্যে।

শেষ তারিখ ২২ জুলাই

শেষ তারিখ ২২ জুলাই

তবে আবেদনের আগে ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। আর এজন্যে Navodaya Vidyalaya NVS Recruitment 2022 Notification – এ ক্লিক করতে হবে। গিত ২ রা জুলাই থেকে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আর এই পদে আবেদনে’র শেষে তারিখ আগামী ২২ জুলাই পর্যন্ত। ফলে দেরি না করে এখনই আবেদন জানান এই শূন্যপদের জন্যে।

১৬১৬ শূন্যপদে নিয়োগ-

১৬১৬ শূন্যপদে নিয়োগ-

জানা যাচ্ছে মোট ১৬১৬ টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। এমনটাই বিজ্ঞপ্তিতে (NVS Recruitment 2022) জানানো হয়েছে। আর এর মধ্যে প্রশিক্ষিত স্নাতক শিক্ষকের (TGT) জন্য 683টি শূন্যপদ, স্নাতকোত্তর শিক্ষকের (PGT) জন্য 397 টি শূন্যপদ। ১২ টি শূন্যপদ প্রিন্সিপাল পদের জন্যে। ১৮১টি শূন্যপদ শিক্ষককে নিয়োগ করা হবে বিভিন্ন বিভাগে (সঙ্গীত, কলা, PET পুরুষ, PET মহিলা এবং গ্রন্থাগারিক)-র জন্যে। এমনটাই জানা যাচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

একাধিক পদের জন্যে এই নিয়োগ করা হবে। প্রিন্সিপাল, পিজিটি, টিজিটি সহ একাধিক শিক্ষকের শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে । তবে প্রিন্সিপাল পদে ৬০ শতাংশ অঙ্কের সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে। এছাড়াও এই সংক্রান্ত যে কোনও টিচিং ডিগ্রি থাকতে হবে বলে জানানো হয়েছে। এছাড়াও ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গীত শিক্ষক নিয়োগ করা হবে। এক্ষেত্রে সঙ্গীত নিয়ে স্নাতন পাস এবং নুন্যতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর। লাইব্রেরিয়ন পদেও নিয়োগ হবে। এক্ষেত্রে লাইব্রেরি সায়েন্সে ব্যাচেলার ডিগ্রি। এছাড়াও এক বছরের ডিপ্লোমা সঙ্গে গ্র্যাজুয়েশন থাকতে হবে। এছাড়াও বেশ কিছু শিক্ষক পদের জন্যে নিয়োগ হবে। বিস্তারিত জেনেও আবেদন করুন।

কীভাবে যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে-

কীভাবে যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে-

অনলাইন লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকে প্রথমে বেছে নেওয়া হবে। পরে সমস্ত প্রমান্য নিথি খতিয়ে দেখা হবে। তবে বিস্তারিত জানতে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বজংপ্তিটি দেখে নিন।

একই সঙ্গে বেতন স্লেল সহ আবেদনের বয়সসীমা সহ অন্যান্য তথ্যগুলিও ভালো ভাবে বিজ্ঞপ্তি থেকে জেনে নেওয়া প্রয়োজন।

 

(Source: oneindia.com)