কলকাতায় আসছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু, বৈঠক করবেন BJP MLA-দের সঙ্গে

কলকাতায় আসছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু, বৈঠক করবেন BJP MLA-দের সঙ্গে

রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে কলকাতায় আসছেন NDA-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। আগামী ৯ জুলাই কলকাতায় আসার কথা রয়েছে তাঁর। কথা বলবেন রাজ্যের বিজেপি বিধায়কদের সঙ্গে। তবে তালিকায় নাম নেই অর্জুন সিংয়ের ছেলে পবন সিংসহ ২ বিজেপি বিধায়কের।

বিজেপি সূত্রে খবর, আগামী ৮ জুলাই রাতে কলকাতায় পৌঁছতে পারেন দ্রৌপদীদেবী। ৯ জুলাই সকাল ৭টায় নিউটাউনের পাঁচতারা হোটেলে বিজেপি নেতা ও বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সরাসরি MLA হস্টেল থেকে পৌঁছতে হবে হোটেলে।

তবে বিজেপির তালিকায় নাম নেই অর্জুন সিংয়ের ছেলে পবন সিং ও বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ীর। অশোকবাবু অসুস্থ বলে জানা গিয়েছে। ওদিকে অর্জুনের দলবদলের পর তাঁর ছেলে বকলমে তৃণমূলেই যোগদান করেছে বলে মনে করছে বিজেপি।

বিজেপির তরফে জানানো হয়েছে, ওই বৈঠকে বিজেপি বিধায়কদের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানের পদ্ধতি সম্পর্কে অবহিত করা হবে। সঙ্গে রাষ্ট্রপতি পদপ্রার্থীর সঙ্গে পরিচয় করানো হবে বিধায়কদের।

স্বাধীনতার প্রায় ৭৫ বছর পর প্রথম মূলবাসী মহিলা রাষ্ট্রপতি পেতে চলেছে দেশ। ওড়িশার বিজেপি নেত্রী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি হিসাবে মনোনয়ন দিয়েছে NDA. উলটো দিকে রয়েছেন বিরোধী জোটের যশবন্ত সিনহা। তবে দ্রৌপদী মুর্মুর জয় যে একপ্রকাশ সময়ের অপেক্ষা তা মেনে নিয়েছেন বিরোধীরাও।