ভারতের হার, কাঠগড়ায় দ্রাবিড়, সেমিতে জোকার, এক ঝলকে আজকের খেলার সেরা খবরগুলো

ভারতের হার, কাঠগড়ায় দ্রাবিড়, সেমিতে জোকার, এক ঝলকে আজকের খেলার সেরা খবরগুলো

কলকাতা: এজবাস্টন টেস্টে শেষদিনে হার ভারতের। ৭ উইকেটে ইংল্যান্ডের জয়। দল নির্বাচন নিয়ে কাঠগড়ায় রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। উইম্বলডনের (Wimbledon) সেমিতে নোভাক জকোভিচ (Novak Djokovic)। আজ সারাদিন খেলার মাঠে কী হল? এক নজরে গুরুত্বপূর্ণ খবরের এক ঝলক –

শেষ দিনে দেড় ঘণ্টায় খল খতম

দুরন্ত জয় ইংল্যান্ডের। মাত্র ১১৯ রান দরকার ছিল। লাঞ্চের আগেই সেই কাজটি করে ফেললেন জো রুট ও জনি বেয়ারস্টো। গতকাল দিনের শুরু থেকে ভারতই ছিল চালকের আসনে। চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের সামনে ছুড়ে দেওয়া হয়েছিল ৩৭৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা। কিন্তু কঠিন কাজটাই সহজ করে দিয়েছিলেন ২ ইংরেজ ওপেনারই। চতুর্থ দিনের শেষে যখন খেলা শেষ হয়েছে, তখন জয় থেকে মাত্র ১১৯ রান দূরে ছিল ইংল্যান্ড। তখনই সবাই বুঝে গিয়েছিল যে এই ম্যাচ ভারতের হাত থেকে বেরিয়ে গিয়েছে। এদিন ঠিক সেটাই হল। খেলা শুরুর দেড় ঘণ্টার মধ্যেই ম্যাচ পকেটে পুরে ফেলল ইংল্যান্ড। শতরান হাঁকালেন রুট, বেয়ারস্টো।

জঘন্য ব্যাটিংকেই দায়ী করছেন বুমরা

ম্যাচ হারের পর ভারতীয় দলের অধিনায়ক যশপ্রীত বুমরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করছেন। তিনি বলছেন, ”এটাই হয়ত টেস্ট ক্রিকেটের সৌন্দর্য্য। প্রথম তিনদিন আমাদের পক্ষে ছিল। গতকাল আমাদের খারাপ পারফরম্যান্সের পর প্রতিপক্ষ কীভাবে আমাদের থেকে ম্যাচটা বের করে নিল তা সবাই দেখলাম। গতকাল আমরা ব্যাটিং ডিপার্টমেন্টে ব্যর্থ হয়েছি। আরও রান বোর্ডে তোলা উচিত ছিল। আমাদের ব্যাটাররা তা পারেননি। ফলে ইংল্যান্ডের কাজটাও সহজ হয়ে যায়।”

কাঠগড়ায় কোচ রাহুল দ্রাবিড়

এই টেস্টে স্পিন বিভাগে শুধুমাত্র রবীন্দ্র জাডেজাকে একাদশে রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অশ্বিনের মত অভিজ্ঞ তারকাকে দলের বাইরে রাখা হয়েছিল। আর এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন কানেরিয়া। প্রাক্তন পাক স্পিনার দানিশ কানেরিয়া বলছেন, ”জয়ের দোরগোড়ায় ছিল ভারত। সেখানে থেকে হার। আমার তো একাদশ দেখেই অবাক লাগছিল। রবিচন্দ্রন অশ্বিন কেন একাদশের বাইরে। এই সিদ্ধান্ত কে নিয়েছিলেন? কোচ হিসেবে রাহুল দ্রাবিড় কি এই সিদ্ধান্ত নিয়েছিলেন? উনি তো ক্রিকেট খেলেছেন অনেক ইংল্যান্ডে। গ্রীষ্মে এখানে পিচ শুকিয়ে যায়। ফলে তৃতীয় দিন থেকেই সিমারদের সঙ্গে স্পিনাররাও সুবিধে পায়। তাহলে অশ্বিনের মতো একজন স্পিনারকে বসিয়ে রাখার কোনও মানে হয় না কি।”

উইম্বলডনের সেমিতে জোকার

উইম্বলডনের সেমিফাইনালে নোভাক জকোভিচ (Novak Djokovic)। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ২০ বছরের তরুণ ইতালির জ্যানিক সিনারের (Jannik Sinner) বিরুদ্ধে পাঁচ সেটের কঠিন লড়াইয়ের পর জয় পেলেন সার্বিয়ান টেনিস কিংবদন্তী। প্রথম ২ সেট পরপর হারলেও পরের তিন সেটে জিতে ম্যাচ পকেটে পুরে নেন জোকার। ৩ ঘণ্টা ৩৫ মিনিটের লড়াই হয় দু জনের মধ্যে। এই নিয়ে উইম্বলডনের মঞ্চে ১১ বার সেমিফাইনালে উঠলেন নোভাক। খেলার ফল নোভাকের পক্ষে ৫-৭, ২-৬, ৬-৩, ৬-২, ৬-২।  চলতি বছরে এটাই তাঁর শেষ গ্র্যান্ডস্লাম হতে চলেছে। তাই এই টুর্নামেন্টে আরও একবার চ্যাম্পিয়ন হতে মরিয়া থাকবেন ২০টি গ্র্যান্ডস্লামের মালিক।

(Source: abplive.com)