পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমে আক্রান্ত শ্রুতি হাসপাতালে? উত্তর দিলেন কমলকন্য়াই

পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমে আক্রান্ত শ্রুতি হাসপাতালে? উত্তর দিলেন কমলকন্য়াই

মুম্বই : পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম এবং এন্ডোমেট্রিওসিসের মতো শারীরিক সমস্যার সঙ্গে তাঁর লড়াইয়ের কথা সম্প্রতি অনুরাগীদের জানিয়েছেন শ্রুতি হাসান ৷ সেইসঙ্গে কমল হাসান ও সারিকার কন্যা দূর করেছেন তাঁর শারীরিক সমস্যা নিয়ে ছড়িয়ে পড়া গুজবও৷ ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি ৷ সেখানে দেখা যাচ্ছে তিনি সুস্থ এবং চনমনে অবস্থায় দিব্যি কথা বলছেন ৷

ভিডিওতে শ্রুতি বলেন তিনি হায়দরাবাদ থেকে ভিডিও শ্যুট করছেন ৷ কিছু দিন আগেই যে তিনি পলিসিস্টিক ওভারি সংক্রান্ত সমস্যায় কষ্ট পান, সে কথাও জানিয়েছেন ৷ তাঁর কথায়, ‘‘বহু মহিলা এই সমস্যায় কষ্ট পান ৷ হ্যাঁ এই কষ্ট বেশ চ্যালেঞ্জিং ৷ কিন্তু তার মানে এই নয় যে আমার অবস্থা গুরুতর ৷’’ তাঁর পোস্টকে বিকৃত করে নেতিবাচক খবর প্রচার করা হয়েছে বলে অভিযোগ অভিনেত্রীর ৷ তিনি হাসপাতালে ভর্তি, এমন গুজবও ছড়িয়েছে৷ সেই গুঞ্জন নস্যাৎ করে শ্রুতি জানান, তিনি দিব্যি ভাল আছেন ৷ এবং বেশ কয়েক বছর ধরেই তিনি এই সমস্যায় আক্রান্ত ৷

কিছু দিন আগে শ্রতি তাঁর শরীরচর্চার একটি ভিডিও পোস্ট করেছিলেন ৷ সেখানে তিনি বলেন হরমোনাল ডিসঅর্ডারে আক্রান্ত তিনি ৷ ৩৬ বছর বয়সি অভিনেত্রী জানান, তিনি উপযুক্ত খাবার ডায়েটে খাচ্ছেন ৷ পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছেন ৷ নিজের পোস্টে তিনি লেখেন, পিসিও এবং এন্ডোমেট্রিওসিসের সমস্যায় তিনি কষ্ট পাচ্ছেন ৷ তাঁর কথায় মহিলামাত্রই জানেন এই সমস্যায় আক্রান্ত হলে কী হয় ৷ তবে এই সমস্যাকে বড় করে না দেখে শ্রুতির পরামর্শ তাঁর মতো শরীরচর্চা করার ৷ তাঁর শরীর ভাল না থাকলেও মন যে দিব্যি আছে, সেকথাও স্পষ্ট জানান তিনি ৷ প্রসঙ্গত এই ভিডিও পরই তাঁকে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে ৷

শারীরিক সমস্যায় তাঁর জীবনের ছন্দ কিছুটা বিঘ্নিত হলেও শ্রুতির কাছে কাজের অভাব নেই ৷ প্রশান্ত নীলের ‘সালার’, ‘এনবিকে ১০৭’ ছবিতে তাঁর অভিনয় করার কথা ৷ অভিনয় করবেন নন্দমুরি বালকৃষ্ণ এবং ওয়াল্টেয়ার বীরায়ার সঙ্গে ৷

Published by:Arpita Roy Chowdhury

(Source: news18.com)