Assembly: ‘‌ওদের আন্দোলনের জায়গা সংকীর্ণ হচ্ছে….’‌, বিজেপিকে খোঁচা অধ্যক্ষের

Assembly: ‘‌ওদের আন্দোলনের জায়গা সংকীর্ণ হচ্ছে….’‌, বিজেপিকে খোঁচা অধ্যক্ষের

পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে মুকুল রায়কে যখন করা হয়েছিল তখন বিজেপি আদালতে গিয়েছিল। যদিও দীর্ঘদিন পর শারীরিক অসুস্থতার কারণে সেই পদে ইস্তফা দেন মুকুল। এবার পিএসি চেয়ারম্যান করা হয়েছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। বিজেপির দাবি, কৃষ্ণ কল্যাণী তাদের টিকিটে জিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তাই এই ইস্যু নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপির পরিষদীয় দল। আর তা নিয়েই খোঁচা দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

ঠিক কী বলেছেন বিধানসভার অধ্যক্ষ?‌ আজ, বুধবার বিজেপির আদালতে যাওয়ার হুঁশিয়ারি নিয়ে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌ওরা সমস্ত বিষয় ঠেলতে ঠেলতে আদালতে নিয়ে যাচ্ছে। আমার বলা উচিত নয় তাও বলছি। রাজনৈতিক লড়াই রাজনীতির ময়দানেই হওয়া উচিত। আমারে মনে হয় রাজ্যে আন্দোলনের জায়গা সংকীর্ণ হয়ে যাচ্ছে। তাই সব কিছু নিয়ে আদালতে যাচ্ছে।’‌

কেন এমন বললেন অধ্যক্ষ?‌ এই বিষয়ে বিমান বন্দ্যোপাধ্যায় নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, কৃষ্ণ কল্যাণী খাতায়–কলমে এখনও বিজেপির বিধায়ক। তিনি যে অন্য দলে গিয়েছেন এমন কোনও প্রমাণ বিধানসভার কাছে নেই।’‌ বিজেপির ইচ্ছে ছিল বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ীকে পিএসি চেয়ারম্যান করা হোক। যদিও তিনি এখন অসুস্থ।

ঠিক কী দাবি বিজেপির?‌ এই বিষয়ে বিজেপির দাবি, পিএসির চেয়ারম্যান হিসেবে যে ছটি নামের সুপারিশ করেছিল পরিষদীয় দল তার মধ্যে কৃষ্ণ কল্যাণীর নাম ছিল না। বিষয়টি নিয়ে পাল্টা স্পিকার বলেন, ‘‌এমন কোনও বাধ্যবাধকতা নেই যে ওদের নাম থেকেই পিএসি চেয়ারম্যান করতে হবে। যা করা হয়েছে সবটা আইন মেনেই করা হয়েছে।’‌