‘‌কালী’‌ থেকে ‘‌রামলীলা’‌, বিতর্কের মুখে পড়েছিল এই ভারতীয় সিনেমার পোস্টারগুলি

‘‌কালী’‌ থেকে ‘‌রামলীলা’‌, বিতর্কের মুখে পড়েছিল এই ভারতীয় সিনেমার পোস্টারগুলি

বিষ্ণু বিশাল

মনু আনন্দ পরিচালিত ও বিষ্ণু বিশাল অভিনীত তামিল ছবি ‘‌এফ.‌আই.‌আর’‌ মুক্তি পাওয়ার পর এআইএমআইএম তেলঙ্গানা সরকারের কাছে দাবি করেছিল যে এই সিনেমা থেকে সব ধরনের আপত্তিকর কনটেন্ট সরিয়ে দেওয়া হোক। দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি দাবি করে জানান যে আরবি ভাষায় ‘শাহাদা’ লেখা ছবির পোস্টার মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

মল্লিকা শেরাওয়াত

মল্লিকা শেরাওয়াত

২০১৪ সালে অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের বিরুদ্ধে বিজেপি নেতা আইনত পদক্ষেপ নেন। অভিনেত্রীর সিনেমা ‘‌ডার্টি পলিটিক্স’‌-এর পোস্টারে জাতীয় পতাকার ইবমাননা করায় অভিনেত্রীর বিরুদ্ধে ইন্দোরের জেলা আদালতে পিটিশন দায়ের করা হয়। পোস্টারে দেখা গিয়েছিল, মল্লিকা গাড়ির ওপরে বসে রয়েছেন এবং তাঁর শরীরে জড়ানো জাতীয় পতাকা। এছাড়াও এই ছবিতে দেখানো নার্স বনওয়ারি দেবীর গণধর্ষণ ও খুনের দৃশ্য নিয়ে রাজস্থান বিধানসভায় তীব্র আপত্তি তোলে কংগ্রেস ও বিজেপি।

রণবীর ও দীপিকা পাড়ুকোন

রণবীর ও দীপিকা পাড়ুকোন

রণবীর সিং ‌ও দীপিকা পাড়ুকোনের সিনেমা গোলিও কি রাশলীলা রাম-লীলা সিনেমার নাম ও ছবির পোস্টার নিয়ে দারুণ সমালোচনা হয় সেই সময়। একাধিক হিন্দু সংগঠন ছবির প্রথম নাম ‘‌রামলীলা’‌ ও ‘‌রাম-লীলা’‌ নিয়ে বেশ ক্ষুব্ধ হয়েছিল, কারণ এটি হিন্দুদের দেবতা রামের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল। শুধু তাই নয়, ছবির পোস্টারে দুই অভিনেতার ঘনিষ্ঠ আলিঙ্গন নিয়েও বিতর্ক দানা বাঁধতে থাকে। পরে পরিচালক সঞ্জয় লীলা বনশালি বিষয়টি স্পষ্ট করে জানান যে তাঁর সিনেমা উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও ও জুলিয়েটের ওপর তৈরি করা।

সলমন খান

সলমন খান

২০১৫ সালে সলমন খান অভিনীত বজরঙ্গি ভাইজান-এর পোস্টার নিয়েও বিতর্ক শুরু হয়। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল দাবি করে যে ছবির নাম বদল করতে হবে। তারা মধ্যপ্রদেশ হাইকোর্টে এ বিষয়ে পিটিশন দায়ের করে। যদিও হাইকোর্ট এই পিটিশনের আবেগন খারিজ করে দেয় এবং এই ছবিটি সেই বছর দারুণ সাফল্য পায়।