Railway Recruitment 2022: ১০ উত্তীর্ণদের জন্যে রেলে চাকরি পাওয়ার সুযোগ, রইল কীভাবে

Railway Recruitment 2022: ১০ উত্তীর্ণদের জন্যে রেলে চাকরি পাওয়ার সুযোগ, রইল কীভাবে

অনলাইনের মাধ্যমে আবেদন-

অনলাইনের মাধ্যমে এই শূন্যপদে আবেদন করা যাবে। এমনটাই জানানো হয়েছে। এজন্যে রেলওয়ে ভর্তি সেল, RRC সরকারি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্যে এই লিঙ্কে- rrcpryj ডট org- ক্লিক করতে বলা হয়েছে। তবে আবেদনের আগে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। বিজ্ঞপ্তিটি পড়তে এই লিঙ্কে- https://images.news18.com/ibnkhabar/uploads/2022/07/RRC-North-Central-Railway-NCR-Recruitment-2022-Notification-PDF.pdf – ক্লিক করতে হবে।

আবেদনের শেষ তারিখ

আবেদনের শেষ তারিখ

তবে এই পদে আবেদনের শেষ তারিখ আগামী ১ লা অগস্ট। ফলে এখনই আবেদন করার কথা বলা হয়েছে।

শূন্যপদ সংক্রান্ত আরও খবর-

শূন্যপদ সংক্রান্ত আরও খবর-

মোট 1659 টি শূন্যপদের জন্যে ভারতীয় রেলের তরফে এই নিয়োগ করা হবে। যার মধ্যে ফিটর, প্লাম্বার, বিল্ডর, ইলেকট্রিশয়ন সহ একাধিক পদ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যার মধ্যে ৭০৩ জনকে নিয়োগ করা হবে প্রয়াগরাজের জন্যে। ঝাঁসিতে ৬৬০ জনকে এবং আগরাতে ২৯৬ জনকে নিয়োগ করা হবে বলেই জানা যাচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

এই শূন্যপদগুলির জন্যে আবেদন করতে গেলে নুন্যতম ক্লাস ১০ আবেদনকারীকে পাশ করতে হবে। এছাড়াও এই পদের জন্যে আবেদন করতে হলে আবেদনকারীর নুন্যতম বয়স ১৫ হতেই হবে। তবে সর্বোচ্চ ২৪ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে বলে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কীভাবে করবেন আবেদন-

কীভাবে করবেন আবেদন-

সরকারি ওয়েবসাইট rrcpryj ডট org -এ প্রথমে ক্লিক করতে হবে। এরপরেই সেখানে অ্যাপ্রেন্টিসের জন্যে একটি আবেদনের ফর্ম খুলে যাবে। একটা নতুন উইন্ডো খুলে যাবে। যেখানে প্রমান্য নিথি সহ রেজিস্টার করতে হবে। এরপরেই সামনে একটি আবেদন পত্র খুলে যাবে। এরপর প্রমান্য নথিগুলি আপলোড করতে হবে। তবে বিস্তারিত আবেদনের আগে অবশ্যই বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।

(Source: oneindia.com)