Indigo Crisis Update: ৫০০ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বিমান ভাড়া ৭৫০০ টাকা! ইন্ডিগো কাণ্ডের জেরে টিকিটের দাম বেঁধে দিল কেন্দ্র

Indigo Crisis Update: ৫০০ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বিমান ভাড়া ৭৫০০ টাকা! ইন্ডিগো কাণ্ডের জেরে টিকিটের দাম বেঁধে দিল কেন্দ্র

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে অযৌক্তিক ভাবে ভাড়া বৃদ্ধির ঘটনা নজরে আসায় যাত্রীদের স্বার্থেই এই পদক্ষেপ করছে তারা৷

বিমান ভাডা় বেঁধে দিল কেন্দ্র৷

ইন্ডিগো বিভ্রাটের পর বেলাগাম হারে বেড়ে গিয়েছিল বিমান ভাড়া৷ দেশের ভিতরেই ব্যস্ত রুটগুলিতে ইচ্ছে খুশি মতো ভাড়া নিচ্ছিল বেসরকারি বিমান সংস্থাগুলি৷ যাত্রীদের বিপন্নতার সুযোগ নিয়ে এ ভাবে বেলাগাম ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আগেই সতর্ক করেছিল কেন্দ্রীয় সরকার৷ তাতেও কাজ না হওয়ায় এবার দূরত্ব অনুযায়ী বিমান ভাড়ার সর্বোচ্চ সীমা বেঁধে দিল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক৷