HS Exam Rules: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার আরও কড়াকড়ি, উত্তরপত্রের সঙ্গে জোড়া যাবে না বাড়তি কোনও পাতা

HS Exam Rules: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার আরও কড়াকড়ি, উত্তরপত্রের সঙ্গে জোড়া যাবে না বাড়তি কোনও পাতা

Higher Secondary Rules: উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে উত্তরপত্রে বদল আনার কথা আগেই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার আরও কড়া পদক্ষেপের কথা জানাল তারা। পরীক্ষার্থীরা উত্তরপত্রে যেখানে লেখা শেষ করবে, সেখানে স্বাক্ষর করবেন পরীক্ষক।

প্রতীকী ছবি

সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে উত্তরপত্রে বদল আনার কথা আগেই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার আরও কড়া পদক্ষেপের কথা জানাল তারা। পরীক্ষার্থীরা উত্তরপত্রে যেখানে লেখা শেষ করবে, সেখানে স্বাক্ষর করবেন পরীক্ষক। ২০২৬ উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের উত্তরপত্রে সঙ্গে অতিরিক্ত কোনও পাতা জোড়া যাবে না, আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। পরীক্ষার্থীরা সংসদের দেওয়া খাতায় উত্তর লিখবে। যে পাতায় শেষ উত্তর লিখবে, তার একেবারে নীচে পরীক্ষক বা ইনভিজ়লেটর সই করবেন।

প্রত্যেক পরীক্ষার্থীর খাতায় এই স্বাক্ষর বাধ্যতামূলক।সর্বভারতীয় স্তরে ব্যাখ্যামূলক পরীক্ষায় এই ধরনের নিয়ম চালু রয়েছে। উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় এই প্রথম এমন ব্যবস্থা করা হচ্ছে। এ প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ব্যাখ্যা, খাতা চ্যালেঞ্জ হলে বা তথ্যের অধিকার আইন অনুযায়ী আরটিআই হলে অনেক সময়ই সমস্যায় পড়তে হয় তাদের। তখন অনেক পড়ুয়া দাবি করে, আর‌ও বেশি উত্তর লিখেছিল সে। খাতা থেকে কোনও পাতা আদৌ হারিয়ে গিয়েছে কি না, তা প্রমাণ করতে হিমশিম খেতে হয় সংসদকে। এই জটিলতা এড়াতেই এই নতুন পদক্ষেপ।

চিরঞ্জীব বলেন, ‘অনেক সময় টুকলি বা মোবাইল-সহ ধরা পড়লে পরীক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করে পরীক্ষার্থীরা। এই ধরনের কার্যকলাপ নিয়ন্ত্রণ করার জন্যই আমরা কঠোর পদক্ষেপ করছি। ছ’টি বিষয়ের মধ্যে যে কোনও পরীক্ষায় এই ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর সমস্ত পরীক্ষা সে বছরের জন্য বাতিল হয়ে যাবে।’ কোনও পড়ুয়া একা বা সদলবলে পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর করলে সরাসরি স্কুলকে জরিমানা করা হবে। জরিমানা বা এনরোলমেন্ট বাতিল হতে পারে পড়ুয়াদেরও।