সিডনিতে বন্দুকবাজের হামলা, এক অভিযুক্তের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

সিডনিতে বন্দুকবাজের হামলা, এক অভিযুক্তের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Sydney Shooting: সিডনির বন্ডি বিচে যে ২ বন্দুকবাজ হামলা করেছিল, তাঁদের একজনকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ। সিডনি পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম নাভিদ আক্রম। বছর ২৪- এর ওই যুবক সিডনির Bonnyrigg- এর বাসিন্দা। এবিসি নিউজ সূত্রে খবর, তদন্তের স্বার্থে এই যুবকের বাড়িতে ইতিমধ্যেই হানা দিয়েছে সিডনি পুলিশ। সোশ্যাল মিডিয়া সূত্রে ইতিমধ্যেই জানা গিয়েছে, নাভিদ আক্রম আদতে পাকিস্তানের লাহোরের বাসিন্দা। সিডনির আল-মুরাদ প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নাভিদের একটি ছবিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, পাকিস্তানের ক্রিকেট জার্সি গায়ে দাঁড়িয়ে রয়েছেন নাভিদ।

সিডনির এই হামলাকে ইতিমধ্যেই ‘জঙ্গি হামলা’ বলে ঘোষণা করেছেন নিউ সাউথ ওয়েলসের কমিশনার। এদিন হামলার সময়, ঘটনাস্থলেই এক বন্দুকবাজের গুলিতে মৃত্যু হয়েছে। আরেকজনও গুলিতে আহত হয়েছিলেন। তাঁকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় বলে পুলিশ সূত্রে খবর। বন্ডির ক্যাম্পবেল প্যারেড এলাকায় বেশ কিছু উন্নত ও আধুনিক বিস্ফোরক ডিভাইস সমেত একটি গাড়ি পাওয়া গিয়েছে। ওই গাড়িতে একটি উদ্ধারকারী বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার পুলিশ।

ইহুদিদের ৮ দিনের উৎসব Hanukkah প্রথমে দিনেই হয়েছে এই ভয়াবহ হামলা। সিডনির এক সংবাদপত্র (The Sydney Morning Herald) সূত্রে খবর, অস্ট্রেলীয় সময় সন্ধে সাড়ে ৬টা নাগাদ প্রথম গুলি চালায় ২ বন্দুকবাজ। ইহুদি সম্প্রদায়ের শত শত মানুষ তখন সমুদ্রের ধারে জড়ো হয়েছিলেন তাঁদের উৎসবের সূচনা করার জন্য। প্রত্যক্ষদর্শীদের অনেকেরই দাবি, শিশু এবং বৃদ্ধদের নিশানা করেই এলোপাথাড়ি গুলি ছুড়ছিল ২ হামলাকারী।

(Feed Source: abplive.com)