পুজোপাঠকে গুরুত্বই দিতেন না এক সময়ে, অনুষ্কার সঙ্গে ফের প্রেমানন্দ মহারাজের দরবারে বিরাট

পুজোপাঠকে গুরুত্বই দিতেন না এক সময়ে, অনুষ্কার সঙ্গে ফের প্রেমানন্দ মহারাজের দরবারে বিরাট

বৃন্দাবন: শ্রীহিত রাধাকেলি কুঞ্জ। গত কয়েক বছরে বেশ কয়েকবার এটিই হয়ে দাঁড়িয়েছে বিরাট কোহলির (Virat Kohli) অন্য়তম গন্তব্যস্থল। ক্রিকেটের থেকে বিশ্রাম পেলেই স্ত্রী বলি অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে এখানেই প্রেমানন্দ মহারাজের শরনাপন্ন হয়ে থাকেন প্রাক্তন ভারত অধিনায়ক। আরও একবার বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে দেখা গেল বিরুষ্কাকে। ক্রিকেট, জীবন, সাফল্য, ব্যর্থতা সবকিছু নিয়েই কথা বললেন প্রেমানন্দ মহারাজের সঙ্গে।

একটা সময় ছিল যখন পুজাপাঠে কোনও আগ্রহ ছিল না বিরাটের। নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে এগুলো তাঁর পছন্দ নয়। তবে কথায় আছে না, সময় সবকিছু বদলে দেয়। ঠিক তেমনই হয়েছে কোহলির সঙ্গেও। বলি অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর থেকেই জীবন অন্য খাতে বইছে বিরাটের। মাঠের আগ্রাসন আগে মাঠের বাইরেও দেখা যেত। যা এখন অনেকটাই স্থিমিত। এছাড়াও স্ত্রীসঙ্গেই বিরাট যে পুজো পাঠ, জীবন নিয়ে অন্য় ধারণা পোষণ করতে শিখেছেন, তেমনটাই মনে করেন অনেকেই।

যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে প্রেমানন্দ মহারাজ বিরাট ও অনুষ্কার দিকে তাকিয়ে বলছেন, ”নিজের কাজের ক্ষেত্রকে ঈশ্বরের সেবা বলে ভাবুন। গম্ভীর থাকুন, বিনয়ী থাকুন। আর মন দিয়ে নামজপ করুন!”

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলার পরই লন্ডনে উড়ে গিয়েছিলেন বিরাট। মেসি যখন ভারত সফরে এসেছিলেন, সেই সময়ে মুম্বইয়ে ফিরে আসেন বিরাটও। মনে করা হয়েছিল যে হয়ত দুই কিংবদন্তির সাক্ষাৎ হবে ওয়াংখেড়েতে। সেখানে সেদিন সচিন, সুনীল ছেত্রীকে দেখা গেলেও কোহলিকে দেখা যায়নি।

উল্লেখ্য, প্রায় দেড় দশক পর বিরাট কোহলির বিজয় হাজারে ট্রফিতে মাঠে নামতে চলেছেন বলে আগেই দিল্লি ক্রিকেট সংস্থার তরফে জানানো হয়েছিল। তাঁর সঙ্গে দলে রাখা হয়েছে ঋষভ পন্থকেও। দিল্লি এবং ডিস্ট্রিক্ট ক্রিকেট সংস্থার তরফে বিবৃতিতে লেখা হয়েছে, ‘আসন্ন বিজয় হাজারে ট্রফির জন্য দিল্লির প্রাথমিক দল বাছার কাজ শেষ করেছেন নির্বাচকেরাসৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফির দলে যাঁরা ছিলেন, তাঁদের সকলকেই বিজয় হাজারে ট্রফির জন্য সম্ভাব্য দলে রাখা হয়েছে। তার সঙ্গে বিজয় হাজারে ট্রফির জন্য সম্ভাব্য দলে যোগ করা হয়েছে বিরাট কোহলি ও ঋষভ পন্থকে।’

(Feed Source: abplive.com)