#নয়াদিল্লি: জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর আকস্মিক মৃত্যু সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বে। শুক্রবার সকালেই গুলিবিদ্ধ হন তিনি। বন্ধু আবের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিনজো আবের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরই একাধিক ট্যুইটে নিজের মনের কথা ব্যক্ত করেছেন মোদি। উল্লেখ করেছেন, শিনজো আবের সময় ভারত-জাপান সুসম্পর্কের কথাও। (Shinzo Abe Died)
শিনজো আবের মৃত্যুতে ভারতে একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাল দেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ৯ জুলাই, ২০২২ জাতীয় শোক দিবস হিসেবে পালন করার কথা লিখেছেন ট্যুইটে। শেষ বার জাপান সফরে গিয়ে শিনজো আবের সঙ্গে দেখা হয়েছিল মোদির। ট্যুইটে সেকথাও লিখেছেন মোদি। শিনজো আবের পরিবার ও অনুরাগীদের গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
Sharing a picture from my most recent meeting with my dear friend, Shinzo Abe in Tokyo. Always passionate about strengthening India-Japan ties, he had just taken over as the Chairman of the Japan-India Association. pic.twitter.com/Mw2nR1bIGz
— Narendra Modi (@narendramodi) July 8, 2022
As a mark of our deepest respect for former Prime Minister Abe Shinzo, a one day national mourning shall be observed on 9 July 2022.
— Narendra Modi (@narendramodi) July 8, 2022
During my recent visit to Japan, I had the opportunity to meet Mr. Abe again and discuss many issues. He was witty and insightful as always. Little did I know that this would be our last meeting. My heartfelt condolences to his family and the Japanese people.
— Narendra Modi (@narendramodi) July 8, 2022
‘বন্ধু’ শিনজো আবের গুলিবিদ্ধ হওয়ার খবরেই উদ্বেগ প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদি। ট্যুইটে সমবেদনা ও আরোগ্য কামনা করেছিলেন। প্রয়াণের পর ফের ট্যুইটারে গভীর দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি। ট্যুইটারে মোদি লিখেছেন, ‘আমি স্তম্ভিত ও দুঃখিত, ভাষা নেই আমার প্রিয় বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যুতে, শিনজো আবে। বিশ্বজনীন এক রাষ্ট্রনায়ক, একজন অসামান্য নেতা এবং উল্লেখযোগ্য প্রশাসক। উনি নিজের জীবন দিয়ে জাপান তৈরি করেছিলেন ও বিশ্বকে উন্নত করেছিলেন।’
শিনজো আবের গুলিবিদ্ধ হওয়ার পরও ট্যুইটারে শোকপ্রকাশ করেছিলেন মোদি। লিখেছিলেন, ‘আমার প্রিয় বন্ধুর উপর হামলার ঘটনায় গভীর ভাবে ব্যথিত। ওঁর ও পরিবারের জন্য প্রার্থনা করি। জাপানের মানুষের সঙ্গে আছি।’ কিন্তু ফের চরম খারাপ খবরটাই পেলেন প্রধানমন্ত্রী। হয়তো এমন খবর পেতে হবে তা ভাবেননি মোদিও। তবে আশঙ্কাই সত্যি হল। ২০২১ সালে শিনজো আবেকে পদ্মভূষণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল ভারত সরকারের তরফে। বলে হয়, শিনজো আবের আমলে ভারত-জাপান সম্পর্ক নয়া উচ্চতায় যায়। এরই স্বীকৃতিস্বরুপ তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়।