বাংলাদেশঃ ছাত্রীর শ্লীলতাহানি, শিক্ষক গ্রেফতার

বাংলাদেশঃ  ছাত্রীর শ্লীলতাহানি, শিক্ষক গ্রেফতার

সান নিউজ ডেস্ক: শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক কুমার অনিমেষ ভট্টাচার্যকে (৪২) গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ। বারবিকিউ পার্টির নামে শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ জুলাই) গভীর রাতে উত্তরার ১৩ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নাহিদুল হক (২৫) নামে একই বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন বিভাগের আরও এক শিক্ষার্থী জড়িত আছেন। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

ভুক্তভোগী শিক্ষার্থী তার অভিযোগে জানান, গত ৬ জুলাই রাতে নাহিদ ওই শিক্ষার্থীকে বারবিকিউ পার্টির আমন্ত্রণ জানান। পার্টিতে কে কে আছে জানতে চাইলে ভুক্তভোগীকে নাহিদ জানায়, কয়েকজন সহপাঠী ও শিক্ষক কুমার অনিমেষ ভট্টাচার্য আছেন। তখন ভুক্তভোগী জানায়, এত রাতে আসা সম্ভব না। কিন্তু নাহিদের জোর করলে ওই পার্টিতে আসতে রাজি হন তিনি। সে তার ছোট দুই ভাইকে নিয়ে উত্তরা ১৩ নম্বর সেক্টরে আসেন।

তিনি আরও জানান, ভুক্তভোগী তার ছোট দুই ভাইকে ‘স্যারের সাথে দেখা করে চলে আসব’ বলে নিচে অপেক্ষা করতে বলেন। এদিকে নাহিদের বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষক অনিমেষ দরজা বন্ধ করে ওই শিক্ষার্থীর শ্লীলতাহানি করেন। এরপর ভুক্তভোগী সেখান থেকে পালিয়ে আসেন। পরে অভিযুক্ত শিক্ষক ও সহপাঠী নাহিদ তাকে ফোন করে এ ঘটনা কাউকে না বলার হুমকিও দেন।

সান নিউজ/কেএমএল