ITBP SI Recruitment: দেশের জন্যে কিছু করতে চাইলে যোগ দিন ITBP-তে! রইল সব তথ্য

ITBP SI Recruitment: দেশের জন্যে কিছু করতে চাইলে যোগ দিন ITBP-তে! রইল সব তথ্য

সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

তবে আগামী ১৬ জুলাই থেকে ইন্দো-তিবেতিয়ান পুলিশে সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। আর তা চলবে আগামী ১৪ অগস্ট পর্যন্ত। এমনটাই জানা যাচ্ছে। তবে এই শূন্যপদে’র জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। ITBP রিক্রুটমেন্টে’র সরকারি ওয়েবসাইট থেকে এই শূন্যপদে আবেদন করা যাবে। আর সেই লিঙ্কটি হল- recruitment.itbpolice.nic.ইন। তবে আগামী ১৬ তারিখই এটি অ্যাক্টিভ হবে বলে জানা যাচ্ছে।

 শূন্যপদে মহিলারাও আবেদন জানাতে পারবেন

শূন্যপদে মহিলারাও আবেদন জানাতে পারবেন

সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে। মোট ৩৭টি শূন্যপদে’র জন্যে এই নিয়োগ করা হবে। এমনটাই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানা যাচ্ছে। শুধু তাই নয়, এই শূন্যপদে মহিলারাও আবেদন জানাতে পারবেন। এমনটাই জানানো হয়েছে। তবে মহিলাদের জন্যে পাঁচটি শূন্যপদ রয়েছে। পুরুষদের জন্যে ৩২টি শূন্যপদ রয়েছে বলে জানা যাচ্ছে।

বেতন-

বেতন-

বিভিন্ন পর্যায়ে যোগ্য প্রার্থীকে সাব ইন্সপেক্টর পদের জন্যে নিয়োগ করা হবে। আর এক্ষেত্রে যোগ্য প্রার্থীকে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে, ৩৫ হাজার ৪০০ টাকা থেকে 112400 পর্যন্ত প্রতিমাসে বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

এই পদের জন্যে আবেদনকারীকে নুন্যত ক্লাস ১০ পাশ করতেই হবে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করছেন এমন আবেদনকারীকে আবেদন করতে বলা হয়েছে এই শূন্যপদের জন্যে।

বয়সসীমা-

বয়সসীমা-

তবে এই শূন্যপদের জন্যে আবেদন করতে হলে আবেদনকারীর নুন্যতম বয়স ২০ হতেই হবে। তবে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত এই শূন্যপদে আবেদন করা যাবে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে । আর তা জানতে অবশ্যই এই লিঙ্কে- http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19143_6_2223b.pdf – ক্লিক করতে হবে।

কীভাবে আবেদন-

কীভাবে আবেদন-

এই পদে যোগ্যকে বেছে নেওয়ার জন্যে বেশ কয়েকটি প্রক্রিয়া রয়েছে। জানা যাচ্ছে যোগ্য প্রার্থীকে প্রথমে শারীরিক দক্ষতার পরীক্ষা দিতে হবে। এছাড়াও লিখিত পরীক্ষা, মেডিক্যাল পরীক্ষা’র মাধ্যমে বেছে নেওয়া হবে। এছাড়াও প্রমান্য নথি খতিয়ে দেখা হবে। এরপরেই নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। সমস্ত কিছু খতিয়ে দেখার পরেই এই বিষয়ে আবেদন করতে বলা হয়েছে।

http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19143_6_2223b.pdf