মুখে মাস্ক, পাশে অনুষ্কা, সোশ্য়াল মিডিয়ায় বর্ষবরণের আগেই কী বার্তা দিলেন বিরাট?

মুখে মাস্ক, পাশে অনুষ্কা, সোশ্য়াল মিডিয়ায় বর্ষবরণের আগেই কী বার্তা দিলেন বিরাট?

মুম্বই: বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) এই মুহূর্তে খেলছেন। ওয়ান ডে ফর্ম্য়াটে দেশের জার্সিতে শুধু খেলেন। কিন্তু এখনও ভারতীয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্বের নাম বিরাট কোহলি (Virat Kohli)। নতুন বছর শুরু হওয়ার আগেই সোশ্য়াল মিডিয়ায় এক বার্তা দিলেন, যা ভাইরাল হল মুহূর্তের মধ্যেই। শুধু বার্তাই নয়। বিরাট পোস্ট করেছেন তাঁর ও অনুষ্কার একটি মাস্ক পরা ছবিও। যা নিয়ে কৌতূহল বেড়েছে নেটিজেনদের মধ্য়ে।

বিরাট কোহলি যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তাঁর সঙ্গে অনুষ্কা শর্মাকেও। দুজনেই স্পাইডার ম্য়ানের মাস্ক পরে ছবি পোস্ট করেছেন, যেই পোস্টে বিরাট লিখেছেন ”আমার জীবনের আলোর সঙ্গে আমি ২০২৬ নতুন বছরে পা রাখছি।”

এখানে আলো বলতে অনুষ্কা শর্মাকেই বুঝিয়েছেন বিরাট। বরাবরই নিজের স্ত্রীর প্রতি ভালবাসা ব্যক্ত করে থাকেন প্রাক্তন ভারত অধিনায়ক। একাধিক মহাতারকা ভারতীয় ক্রিকেটার বিজয় হাজারে ট্রফিতে খেলছেন। ইতিমধ্যেই টুর্নামেন্টের দুই ম্যাচ খেলে ফেলেছেন কোহলি। শুরু থেকে কোহলিরা, দুই ম্যাচ খেলবেন বলেই শোনা যাচ্ছিল। কোহলিদের বোর্ডের তরফে দুইটি করে ম্যাচ খেলতে বলা হয়েছে বলেই খবর। তবে এবার শোনা যাচ্ছে বিজয় হাজারে ট্রফিতে আরও ম্য়াচ খেলতে পারেন বিরাট কোহলি। সোমবার ডিডিসিএ সভাপতি রোহন জেটলি কোহলির বিজয় হাজারেতে আরও ম্যাচ খেলার এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি PTI-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘এখনও অবধি যা খবর তাতে ও খেলছে। বিরাট তিন ম্যাচের জন্য নিজেকে উপলব্ধ করেছে।’

এবার সব ঠিকঠাক থাকলে কোহলি দিল্লির হয়ে ৬ জানুয়ারি রেলওয়েজের বিরুদ্ধে খেলতে নামবেন। বিসিসিআইয়ের এক সূত্র জানান কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ের আগে ৮ জানুয়ারি গোটা ভারতীয় দল বঢোদরায় একত্রিত হবে। তবে বিরাট কোহলি দলের বাকি ক্রিকেটারদের থেকে এক, আধদিন পরে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। দিনকয়েক আগেও কোহলির ফর্ম, ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠছিল। তবে প্রথমে অস্ট্রেলিয়া এবং তারপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে কোহলি পারফর্ম করেছেন। তারপর বিজয় হাজারে ট্রফিতেও তাঁর ব্যাট কথা বলছে।

(Feed Source: abplive.com)