
Bangladesh Hadi Murder: বাংলাদেশের ছাত্রনেতা শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর ঘটনায় নয়া মোড়। বাংলাদেশ পুলিশ দাবি করেছিল, হাদির হত্যাকারীরা পালিয়ে এসে গা ঢাকা দিয়েছে ভারতে। যদিও এই দাবি নস্যাৎ করে মেঘালয় পুলিশ এবং বিএসএফ। এবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। এক্স মাধ্যমের একটি ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক নিজের পরিচয় দিয়েছেন ফয়জল করিম মাসুদ নামে। হাদি হত্যাকাণ্ডে এই যুবকের বিরুদ্ধেই উঠেছে অভিযোগ। বলা হচ্ছে, এই যুবকই নাকি মূল অভিযুক্ত। যদিও এক্স মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে যুবককে বলতে শোনা গিয়েছে, হাদির ‘খুনের’ ঘটনায় কোনও যোগ নেই তাঁর। সেই সঙ্গে যুবক এও জানিয়েছেন, তিনি এখন দুবাইতে রয়েছে। ভিডিওতে নিজেকে মাসুদ বলে পরিচয় দেওয়া ওই যুবকের আরও অভিযোগ, হাদির হত্যার পিছনে রয়েছে একটি উগ্র রাজনৈতিক গোষ্ঠী।
বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ঢাকা শহরে গুলিবিদ্ধ হন হাদি। চিকিৎসার জন্য এয়ারলিফট করে তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। প্রাণে বাঁচানো যায়নি হাদিকে। আর এর পর থেকেই অশান্ত হয়ে রয়েছে বাংলাদেশের একাংশ। ভাইরাল হওয়া ভিডিওতে নিজেকে মাসুদ বলে পরিচয় দেওয়া যুবক এও মেনে নিয়েছেন যে, হাদি গুলিবিদ্ধ হওয়ার আগে তাঁর অফিসে তিনি গিয়েছিলেন। তবে হাদির সঙ্গে একেবারেই ব্যবসায়িক কথাবার্তা হয়েছিল তাঁর, একথাও বলেছেন ওই যুবক। স্বভাবতই এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই হাদির মৃত্যু নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে মাসুদ বলে পরিচয় দেওয়া যুবক জানিয়েছেন, তিনি ফয়জল করিম মাসুদ। হাদির ‘খুনের’ ঘটনায় কোনওভাবেই তিনি যুক্ত নন। এই অভিযোগ ভুয়ো এবং এর পিছনে সাজানো ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করেছেন যুবক। এর পাশাপাশি জানিয়েছেন, এইসব ভুয়ো অভিযোগের জন্য একপ্রকার বাধ্য হয়েই দেশ ছাড়েন তিনি এবং চলে যান দুবাইতে। সেখানে যেতেও যে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে, সেই কথাও ভিডিওতে জানিয়েছেন এই যুবক। এর পাশাপাশি এই যুবকের আরও দাবি, তাঁর পরিবারকে অযথা এই ঘটনার মধ্যে জড়িয়ে হেনস্থা করা হচ্ছে। নির্দোষ হওয়ার পরেও অত্যাচারিত হচ্ছেন তাঁরা। এই ঘটনা যে কোনওভাবেই সমর্থনযোগ্য নয়, সেই কথাও জানিয়েছেন তিনি। প্রতিবাদও করেছেন এই ঘটনার।
(Feed Source: abplive.com)
