Doomsday In Indian Football: ভারতীয় ফুটবলকে বাঁচাতে এবার আসরে ফুটবলাররা। সরাসরি ফিফার দ্বারস্থ সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধুরা।
n>ভরতীয় ফুটবলকে বাঁচানোর আর্জি ফুটবলারদের Photo Courtesy- Gurpreet Singh Sandhu/ Instagram/ Video Grab
কলকাতা: অন্ধকারে ভারতীয় ফুটবল! আইএসএল অনিশ্চয়তা এখনো কাটেনি। এই মরশুমে কি আদৌ আইএসএল হবে? ভারতীয় ফুটবলের ফেডারেশনের নানা জটিলতায় অনিশ্চিত ISL।
ভারতীয় ফুটবলকে বাঁচাতে এবার আসরে ফুটবলাররা। সরাসরি ফিফার দ্বারস্থ সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধুরা। ভারতীয় ফুটবল ফেডারেশনকে দোষারোপ করে সরাসরি ফিফার কাছে আবেদন, “দয়া করে ভারতের ফুটবলকে বাঁচান।”
গুরপ্রীত সিং সান্ধুর পোস্ট করা এক ভিডিওয় উপস্থিত সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্ঘান, প্রীতম কোটাল, রাহুল ভেকে, অমরিন্দর সিং সহ বিদেশি ফুটবলাররা।
বিদেশিদের মধ্যে কার্লোস দেলগাদো, হুগো হুমো, মাইকেল জাবাকোরাও রয়েছেন ভিডিও বার্তায় ভারতীয় ফুটবলকে “বাঁচানোর” জন্য কাতর আবেদন ফুটবলারদের।
(Feed Source: news18.com)