জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড় প্রযোজনা সংস্থা নেই, নেই কোটি টাকার বাজেট। সম্বল শুধু সিনেমা বানানোর অদম্য জেদ আর কয়েকজন ফিল্ম স্টুডেন্টের একতা। এই সম্বলটুকু নিয়েই তৈরি হয়েছিল স্বাধীন বাংলা ছবি ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’। প্রেক্ষাগৃহে বাণিজ্যিক সাফল্যের পর এবার এই ছবির নির্মাণপর্ব, বাধা-বিপত্তি এবং জয়ের গল্প নিয়ে প্রকাশিত হতে চলেছে একটি বিশেষ বই।
২০২১ সালে যখন এই ছবির ভাবনা দানা বাঁধে, পরিচালক তখন নেহাতই একজন ছাত্র। একদল সমমনস্ক সহপাঠীকে নিয়ে শুরু হওয়া একটি ছোট প্রজেক্ট চার বছরের কঠিন পরিশ্রমে পূর্ণদৈর্ঘ্যের ছবিতে রূপ নেয়। সম্পূর্ণ নিজেদের সামর্থ্যে টাকা জোগাড় থেকে শুরু করে শুটিং ও পোস্ট-প্রোডাকশন—সবটাই ছিল এক অসম লড়াই।
ছবির মুক্তি ছিল সবথেকে কঠিন পরীক্ষা। প্রশাসনিক জটিলতা আর টেকনিক্যাল সমস্যায় একসময় রিলিজ আটকে গিয়েছিল। কিন্তু নির্মাতারা হার মানেননি। যাবতীয় জট কাটিয়ে ছবিটি যখন বড় পর্দায় এল, তখন তা শুধু দর্শকদের মনই জয় করেনি, বরং এশিয়ার একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রশংসা কুড়িয়েছে। সমালোচকদের মতে, এই ছবি স্বাধীন চলচ্চিত্রের নির্মাণভাষাকেই বদলে দিয়েছে।
আসন্ন এই বইটি শুধুমাত্র স্মৃতিকথা নয়, বরং তরুণ প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি ‘ব্যবহারিক গাইড’ হিসেবে কাজ করবে। বইটিতে থাকছে-
* কম বাজেটে প্রোডাকশন পরিকল্পনার ব্লুপ্রিন্ট।
* স্বাধীন ছবির আইনি ও প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ মোকাবিলার উপায়।
* ছবির মূল চিত্রনাট্য ও স্টোরিবোর্ড, যা থেকে ক্যামেরা ফ্রেমিং ও দৃশ্য তৈরির কৌশল শেখা যাবে।
* মার্কেটিং ও প্রেক্ষাগৃহ পর্যন্ত পৌঁছানোর বাস্তব অভিজ্ঞতা।
স্বল্প পুঁজি আর বড় স্বপ্ন নিয়ে যাঁরা সিনেমা বানাতে চান, ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এর এই বই তাঁদের কাছে আগামীর দলিল হয়ে থাকবে।
(Feed Source: zeenews.com)
