বিরাট কোহলি কেন টি ২০ আন্তর্জাতিক দল থেকে বাদ যাবেন না? যুক্তিপূর্ণ প্রশ্ন কপিল দেবের

বিরাট কোহলি কেন টি ২০ আন্তর্জাতিক দল থেকে বাদ যাবেন না? যুক্তিপূর্ণ প্রশ্ন কপিল দেবের

কোহলিকে বাদ দেওয়ার পক্ষে সওয়াল

এই আবহে বিরাট কোহলিকে টি ২০ আন্তর্জাতিকের দলের বাইরে রাখতে কোথায় সমস্যা সেটাই বুঝছেন না কপিল দেব। একটি সর্বভারতীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কপিল বলেন, এখন যা পরিস্থিতি তাতে বিরাট কোহলিকে প্রথম একাদশের বাইরে রাখতে বাধ্য হতেই পারে ভারতীয় দল। যদি বিশ্বের ২ নম্বর বোলার রবিচন্দ্রন অশ্বিনকে টেস্ট দলের বাইরে রাখতে হয় তাহলে বিশ্বের প্রাক্তন ১ নম্বর ব্যাটারকেও দল থেকে বাদ দেওয়া যেতেই পারে। উল্লেখ্য, সম্প্রতি এজবাস্টন টেস্টেও অশ্বিনকে রাখা হয়নি ভারতের প্রথম একাদশে। বিরাট কোহলির যে ব্যাড প্যাচ চলছে তাতে বিরাটও আর ভারতীয় দলে অপরিহার্ষ নন বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

বিরাট ছন্দে নেই

কপিল বলেন, বিরাটকে আমরা বছরের পর বছর যেভাবে ব্যাট করতে দেখেছি এখন তার ধারেকাছে পৌঁছাতে পারছেন না। বিরাটের সুখ্যাতি হয়েছে তাঁর পারফরম্যান্সের জন্যই। কিন্তু তিনি যদি পারফর্ম করতে না পারেন, তাহলে যে তরুণ ক্রিকেটাররা ভালো খেলছেন তাঁদের প্রথম একাদশের বাইরে রাখা ঠিক নয়। ভারতীয় দলে জায়গা ধরে রাখতে ক্রিকেটারদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকা ইতিবাচক বলেই মনে করেন কপিল। এমনকী তরুণ ক্রিকেটাররা ধারাবাহিকভাবে ভালো খেলে যদি বিরাটকে দলের বাইরে রাখতে পারেন তাতেও দোষের কিছু দেখছেন না তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক।

বিশ্রাম নয়, 'বাদ'

বিশ্রাম নয়, ‘বাদ’

বিরাট কোহলিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে একদিনের আন্তর্জাতিক দলে রাখা হয়নি। টি ২০ আন্তর্জাতিকেও বিরাট বিশ্রাম চেয়েছেন বলে বোর্ডসূত্রে খবর। তবে এমন নিশ্চয়তা নেই। এই প্রসঙ্গে কপিল মনে করেন, বিরাটকে যদি ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দিতে হয় তাহলে সেটাকে বাদ পড়া বলাই ভালো। কপিলের কথায়, কেই বলতে পারেন বিশ্রাম, কেউ বলতেই পারেন বাদ পড়া। প্রত্যেকের নিজের মতামত থাকতেই পারে। যদি নির্বাচকরা বিরাট কোহলিকে দলে না রাখেন তা তিনি পারফর্ম করতে পারছেন না বলেই।

কোহলির অগ্নিপরীক্ষা

কোহলির অগ্নিপরীক্ষা

বিরাট কোহলির কাছে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের দুটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিরাট নিজের সোশ্যাল মিডিয়ায় অনুশীলনের ভিডিও পোস্ট করেছেন। তিনি রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন, নাকি মিডল অর্ডারে নামবেন সেটা দেখার। দীপক হুডা যে ছন্দে রয়েছেন তাতে ক্রিকেটীয় যুক্তিতে তিনি দলে জায়গা ধরে রাখবেন। বাদ পড়তে পারেন ঈশান কিষাণ। ফলে হুডাকে ওপেন করতে পাঠিয়ে বিরাটকে তিনে নামানোও হতে পারে। সবটাই স্পষ্ট হবে আর কয়েক ঘণ্টার মধ্যেই। কপিল বলেন, যখন প্রচুর বিকল্প রয়েছে তখন যাঁরা ফর্মে রয়েছেন এমন ক্রিকেটারদেরই খেলানো উচিত। নামের পিছনে না ছুটে বর্তমানের ফর্ম বিচার্য হওয়া উচিত। কোনও প্রতিষ্ঠিত ক্রিকেটার পাঁচ ম্যাচে ব্যর্থতার পরেও দলে জায়গা ধরে রাখবেন এটা হতে পারে না।

(Source: oneindia.com)