Woman Auto Driver Murder: অটোর নীচে চাপা পড়ে মহিলা চালক, পুলিশ ভেবেছিল দুর্ঘটনা! ময়নাতদন্তে উঠে এল শিউরে ওঠা তথ্য

Woman Auto Driver Murder: অটোর নীচে চাপা পড়ে মহিলা চালক, পুলিশ ভেবেছিল দুর্ঘটনা! ময়নাতদন্তে উঠে এল শিউরে ওঠা তথ্য

অনিতা ঝা নামে ওই মহিলা উত্তর প্রদেশের ঝাঁসির প্রথম মহিলা অটোচালক ছিলেন৷

মৃত অনিতা চৌধুরী৷

অটোর নীচে চাপা পড়েছিল মহিলা অটোচালকের দেহ৷ পুলিশ প্রথমে ভেবেছিল, হয়তো পথ দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে ওই অটোচালকের৷ কিন্তু ময়নাতদন্ত রিপোর্টে জানা গেল, দুর্ঘটনা নয়, মাথায় গুলি করে খুন করা হয়েছে ওই মহিলা অটো চালককে৷