একইসঙ্গে এর মাধ্যমে টিভিতে কার্টুন দেখা ছোটবেলার শেষ হল বলে মনে করছেন অনেকেই।
বন্ধ হয়ে যাচ্ছে এই সমস্ত কার্টুন
কলকাতা: নিশঃব্দে শেষ হল কার্টুন টিভি শো-য়ের যুগ। টেলিভিশনের পর্দা থেকে ধীরে ধীরে অ্যাপস এবং ওটিটিতে সরিয়ে নেওয়া হল সমস্ত কার্টুনকে। একইসঙ্গে এর মাধ্যমে টিভিতে কার্টুন দেখা ছোটবেলার শেষ হল বলে মনে করছেন অনেকেই।
২০২৫ সালেই ধীরে ধীরে অ্যাপসে সরিয়ে আনা হচ্ছিল। ২০২৫ শেষ হতে হতে হিন্দির সমস্ত ক্লাসিক কার্টুনকেই অ্যাপসে সরিয়ে আনা হয়েছে।
ফলে, প্রায় সমস্ত মিলেনিয়ালদেরই জন্য এই গোটা বিষয়টিই খারাপ খবর হতে চলেছে। মূলত, এমটিভি-এর ফ্রাঞ্চাইজির সমস্ত ধরনের কার্টুনই টিভি থেকে সরিয়ে নিয়ে অ্যাপসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ২০২৫-২৬-এর মধ্যে সমস্ত কার্টুনই সম্পূর্ণভাবে সরিয়ে নিয়ে যাওয়া হবে। ফলে আর কোনও ভাবেই এই ধরনের কার্টুন আর দেখা যাবে না টিভিতে। সমস্ত কার্টুনই এবার ধীরে ধীরে সরিয়ে নেওয়া হবে অ্যাপস এবং ওটিটিতে।
এর আগে অবশ্য মাঝে গুজব উঠেছিল বন্ধ হতে চলেছে কার্টুন নেটওয়ার্ক। কিন্তু, তা গুজব বলে জানা যায়। টেলিভিশনে কার্টুন দেখা গেলেও কার্টুন নেটওয়ার্কের ওয়েবসাইট বন্ধ হয়ে গিয়েছে বলে জানা যায়।
(Feed Source: news18.com)