টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে চূড়ান্ত নাটক, ‘এই সময় অভিনয় করাটাও…’ মুখ খুললেন শান্ত

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে চূড়ান্ত নাটক, ‘এই সময় অভিনয় করাটাও…’ মুখ খুললেন শান্ত
ঢাকা: মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ পড়ার পরেই ভারত ও বাংলাদেশের মধ্যেকার ক্রিকেটীয় সম্পর্ক অনেকটাই তিক্ত হয়েছে। ভারতে বিশ্বকাপের ম্যাচও খেলতে আসবে না বলে আইসিসিকে একাধিক চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এইসবের মাঝেই ক্রিকেটারদের ওপর দিয়ে কী যাচ্ছে, সেই ছবিটা তুলে ধরলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শান্তর দাবি খেলোয়াড়রা গোটা বিষয়টা নিয়ে পেশাদার একটা মনোভাব ও ভাবমূর্তি বজায় রাখার চেষ্টা করছে, তবে তাঁরা সকলেই মানসিকভাবে বেশ বিধ্বস্ত। শুক্রবার শান্ত রিপোর্টারদের বলেন, ‘সবার প্রথমে যদি আমরা বিশ্বকাপে আমাদের ফলাফল দেখি, তাহলে আমরা কোনদিনই ধারাবাহিকভাবে ভাল ক্রিকেট খেলতে পারেনি। গত বছর আমরা ভাল খেলেছিলাম বটে, তবে তার থেকেও বড় বড় সুযোগ আমাদের কাছে এসেছিল, যে সুযোগ আমরা কাজে লাগাতে পারিনিি। তবে লক্ষ্য করলে দেখবেন, প্রতিটি বিশ্বকাপের আগেই কিছু না কিছু হয়। আমি তিন বিশ্বকাপে খেলে নিজের অভিজ্ঞতা থেকে বলছি, সত্যিই এগুলি প্রভাব ফেলে।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা বর্তমানে এমন ভাব করি যে আমাদের কিছুতেই কিছু হয় না, আমরা সকলেই পেশাদার। এটা সকলের বোঝা উচিত যে এটা আমাদের অভিনয়, এমনটা করা সহজ নয়। খেলোয়াড়রা এসব দূরে সরিয়ে রেখে নিজেদের সেরাটা দেওয়ারই চেষ্টা করে বলে আমি মনে করি। তবে এসব না হলেই তো ভাল হয়। কিন্তু আমাদের করার কিছুই নেই। আমি গোটা বিষয়টা কীভাবে সামলানো হয়েছে বা কী হয়েছে জানি না। তবে সত্যি বলছি এই পরিস্থিতিতে অভিনয় করাটাও চাপের।’

(Feed Source: abplive.com)