RailwayOne App: বন্ধ হচ্ছে UTS! আসছে RailwayOne App! ওয়ালেটের টাকা আদৌ পাবেন উপভোক্তারা? নয়া অ্যাপে টিকিট কাটলে মিলবে ছাড়

RailwayOne App: বন্ধ হচ্ছে UTS! আসছে RailwayOne App! ওয়ালেটের টাকা আদৌ পাবেন উপভোক্তারা? নয়া অ্যাপে টিকিট কাটলে মিলবে ছাড়

RailwayOne App: রেলওয়ান অ্যাপে আর-ওয়ালেট (R-Wallet) ব্যবহার করে আনরিজার্ভড টিকিট বুকিং করলে যাত্রীরা ৩ শতাংশ বোনাস ক্যাশব্যাক পান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আর-ওয়ালেট ছাড়াও ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডসহ অন্যান্য সকল ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহার করে আনরিজার্ভড টিকিট বুকিং করলে সরাসরি ৩ শতাংশ ছাড় প্রদান করা হবে।

পুরুলিয়া, শান্তনু দাস: যাত্রীদের সুবিধা বৃদ্ধি এবং ডিজিটাল মাধ্যমে টিকিট বুকিংকে আরও উৎসাহিত করার লক্ষ্যে রেলওয়ে বোর্ড একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, রেলওয়ান (RailOne) মোবাইল অ্যাপের মাধ্যমে আনরিজার্ভড টিকিট বুকিংয়ে ৩ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হবে।