‘বেশিরভাগ পুরুষ অভিনেতাই দ্বিধা বোধ করেন…’ নতুন ছবির ‘টক্সিক’ ট্রেন্ড নিয়ে মুখোমুখি ইমরান হাশমি

‘বেশিরভাগ পুরুষ অভিনেতাই দ্বিধা বোধ করেন…’ নতুন ছবির ‘টক্সিক’ ট্রেন্ড নিয়ে মুখোমুখি ইমরান হাশমি

Emraan Hashmi Interview: নিউজ18 কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইমরান সেই সব ছবি সম্পর্কে তাঁর অবস্থান জানিয়েছেন, যেগুলো প্রায়শই অতি-পুরুষালি চরিত্র এবং তাদের টালমাটাল নৈতিকতার জন্য সমালোচিত হয়।

সন্দীপ রেড্ডি বঙ্গার ‘অ্যানিম্যাল’ ছবিটি যখন অতি পুরুষত্বের চিত্রায়ণের জন্য তীব্র সমালোচনার শিকার হচ্ছিল, তখন ইমরান হাশমি খোলাখুলিভাবে ছবিটির প্রতি তাঁর মুগ্ধতা প্রকাশ করেছিলেন। কিন্তু এটা গোপন নয় যে, বিগত বছরের বেশিরভাগ সাম্প্রতিক ছবিই সমালোচনার মুখে পড়েছে, কারণ অনেকের মতে সেগুলো আগ্রাসী রোম্যান্স, নারীবিদ্বেষ এবং বিষাক্ত (Toxic) মনোভাবকে উৎসাহিত করেছে। এবার নিউজ18 শোশাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইমরান সেই সব ছবি সম্পর্কে তাঁর অবস্থান জানিয়েছেন, যেগুলো প্রায়শই অতি-পুরুষালি চরিত্র এবং তাদের টালমাটাল নৈতিকতার জন্য সমালোচিত হয়।