সঙ্গীতদুনিয়ায় নক্ষত্রপতন! প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন… রবিগানের সাধকের সুরলোকে পাড়ি

সঙ্গীতদুনিয়ায় নক্ষত্রপতন! প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন… রবিগানের সাধকের সুরলোকে পাড়ি

দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ৯০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ‘মাঝে মাঝে তব দেখা পাই’ ‘আমার মিলন লাগি তুমি’,‘গভীর রজনী নামিল হৃদয়ে’,-এর মতো গান আজও কানে বাজে।

শেষ হল অধ্যায়। চিরঘুমে পাড়ি দিলেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ৯০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ‘মাঝে মাঝে তব দেখা পাই’ ‘আমার মিলন লাগি তুমি’,‘গভীর রজনী নামিল হৃদয়ে’,-এর মতো গান আজও কানে বাজে।