#কলকাতা: রাজ্যে করোনার বৃদ্ধি অব্যাহত৷ শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যানেও দেখা যাচ্ছে, শেষ চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৯৬৮৷
শনিবার পরিসংখ্যানেও দেখা যাচ্ছে, একদিনে সর্বাধিক নতুন আক্রান্তের খোঁজ মিলেছে উত্তর চব্বিশ পরগণা জেলায়৷ এই নিয়ে টানা পাঁচদিন নতুন আক্রান্তের নিরিখে শীর্ষে থাকল উত্তর চব্বিশ পরগণা৷ এমন কি, আক্রান্তের সংখ্যার নিরিখে কলকাতাকেও টপকে যাচ্ছে এই জেলা৷
শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, করোনা আক্রান্ত হয়ে রাজ্যে নতুন করে মৃত্যু হয়েছে আরও তিন জনের৷ এই মুহূর্তে রাজ্যে সংক্রমণের হার ১৫.৬৯ শতাংশ৷ করোনার দাপট কিছুটা নিয়ন্ত্রণে আসার পর থেকেই স্বাস্থ্যবিধিকে কার্যত শিকেয় তুলেছেন সাধারণ মানুষ৷ মাস্ক পরা বা সামাজিক দূরত্ব বজায় রাখার মতো প্রাথমিক সাবধনতা অবলম্বন না করাতেই ফের দাপট বাড়ছে করোনার৷ রাজ্য সরকার অবশ্য গোটা পরিস্থিতির উপরেই নজর রাখছে৷ এখনও পরিস্থিতি উদ্বেগজনক হয়নি বলেই আশ্বস্ত করছে প্রশাসন৷
এই পরিস্থিতিতে করোনা সংক্রমণে লাগাম পরাতে বুস্টার ডোজ নেওয়ার উপরেই জোর দিচ্ছেন বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা৷ কিন্তু সেই ডোজ নেওয়ার ক্ষেত্রেও অধিকাংশ মানুষের মধ্যে অনীহা দেখা যাচ্ছে৷