Bhanupriya Bhooter Hotel | “কেউ যদি ভাল কাজ করে, তাহলে তাকে মাটি খুঁড়েও লোকে বের করে আনবে”

Bhanupriya Bhooter Hotel | “কেউ যদি ভাল কাজ করে, তাহলে তাকে মাটি খুঁড়েও লোকে বের করে আনবে”

Aritra Mukherjee : ২৩ জানুয়ারী মুক্তি পাচ্ছে বাংলা ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। সেই নিয়েই ABP LIVE-এ আড্ডায় ছবির পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। এর আগে তাঁরই হাত ধরে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’, ‘বাবা বেবি ও’ এর মতো ছবি উপহার পেয়েছেন বাঙালি দর্শক। সমাজের প্রচলিত ধ্যানধারণাকে চ্যালেঞ্জ জানায়, সেই ধাঁচের গল্পের বাইরে একদম ছকভাঙা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ বানানো কেন ? বাঙালি দর্শক এখন বিভিন্ন ভাষার ছবি দেখেন। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা ছবির লোকেশন এবং বাজেটে ভূতের ছবি তৈরি করা কতটা চ্যালেঞ্জিং ছিল ? কী বললেন পরিচালক অরিত্র মুখোপাধ্যায় ?

আমির খানের সঙ্গে বিজ্ঞাপন থেকে ইরফান খানের সঙ্গে অভিনয়। একের পর এক বড় বাজেটের ছবিতে জায়গা করে নেওয়া। বলিউডে বেশ ভালই নজর কেড়েছিলেন বঙ্গতনয়া রিমি সেন। কিন্তু কখন যে তিনি গায়েব হয়ে গেলেন বুঝতে পারেননি কেউই। এখন পেশাই কার্যত বদলে ফেললেন রিমি। এই মুহূর্তে দুবাইয়ে রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে কর্মরত তিনি। দুবাইয়ের প্রশংসা করলেন রিমি। সমালোচনা করলেন ভারতের। (Rimi Sen)

(Feed Source: abplive.com)