Bengali Reality Show: টেলিভিশনে ফের দেখা যাবে মিমি চক্রবর্তীকে? কোন ভূমিকায় থাকবেন নায়িকা? দেখুন ছবি

Bengali Reality Show: টেলিভিশনে ফের দেখা যাবে মিমি চক্রবর্তীকে? কোন ভূমিকায় থাকবেন নায়িকা? দেখুন ছবি

সিজন ২-এর মাসিক ফিনালে হাসি-খেলায়-মজায় ভরপুর। ফিনালের বিজয়িনী পাবেন ২লাখ টাকা। সঙ্গে থাকছে লক্ষ্মীদের জীবন সংগ্রামের গল্প। সেইসব গল্প শুনবেন মিমি। শুধু শুনবেন না গল্প, থাকছে মিমির পারফরম্যান্স।

কলকাতা: মহিলাদের নিয়ে শুরু হয়েছিল ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। এই শো-এর জনপ্রিয়তা এখন বাংলার ঘরে ঘরে। জনপ্রিয়তার কথা মাথায় রেখেই নব রূপে, নব সাজে,আরও বড়ভাবে এখন দেখা যাচ্ছে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। তবে ১ ফেব্রুয়ারি থেকে এই শো সন্ধ্যে ৬টার বদলে ৭টা থেকে দেখা যাবে। দেখতে দেখতে সিজন ২-এর মাসিক ফিনালে! জানুয়ারি ফিনালে! উপস্থিত থাকবেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। জানুয়ারি ফিনালেতে এসে স্বাভাবিকভাবে খুশি মিমি।