বাড়ি ফেরার পথে পেট্রোল পাম্পের ম্যানেজার ও ছেলেকে কুপিয়ে খুন, প্রতিবাদে অবরোধ গ্রামবাসীদের

বাড়ি ফেরার পথে পেট্রোল পাম্পের ম্যানেজার ও ছেলেকে কুপিয়ে খুন, প্রতিবাদে অবরোধ গ্রামবাসীদের

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: শনিবার রাতে মর্মান্তিক ঘটনা পুরুলিয়ায় (Purulia Murder)। বাড়ি ফেরার পথে খুন বাবা-ছেলে। প্রতিবাদের সকাল থেকে বিক্ষোভ গ্রামবাসীদের (villagers)।

পুরুলিয়ায় জোড়া খুন

শনিবার রাতে বাড়ি ফেরার পথে, দুষ্কৃতীদের হাতে খুন হতে হল পেট্রোল পাম্পের ম্যানেজার (Petrol Pump Manager) ও তাঁর ছেলেকে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানা এলাকার কানালি গ্রামে। ম্যানেজারের কাছে থাকা পেট্রোল পাম্পের টাকা লুঠ করতেই কুপিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ।

পুরুলিয়ায় এই জোড়া খুনের প্রতিবাদে আজ সকাল ৭টা থেকে ৯টা, ২ ঘণ্টা পুরুলিয়া-বোকারো ৩২ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পুলিশের আশ্বাসে  অবশেষে সেই অবরোধ ওঠে। স্থানীয় সূত্রে খবর মিলেছে, পেট্রোল পাম্পের ম্যানেজার মদনচন্দ্র পাণ্ডে ও তাঁর ছেলে কানাইলাল পাণ্ডে গতকাল রাত ৯টা নাগাদ বাড়ি ফিরছিলেন। অভিযোগ, বাড়ির কাছেই দুষ্কৃতীরা তাঁদের মোটরবাইক আটকে হামলা চালায়। এলোপাথাড়ি কোপে মৃত্যু হয় বাবা ও ছেলের।

গতকাল রাত ৯টা নাগাদ পুরুলিয়ার মফস্বল এলাকায় বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের ঘটনা ঘটে। কাজ সেরে গ্রামের বাড়ি ফেরার পথে একটি ফাঁকা জায়গায়, কয়েকজন দুষ্কৃতী তাঁদের মোটরসাইকেল আটকায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কোপাতে শুরু করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়। রাতেই খবর পায় পরিবারের লোকজন। ঘটনাস্থলে এসে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। শুরু হয় তদন্ত।