দুই নেতার বিরুদ্ধে ষড়যন্তের অভিযোগ
এআইসিসির তরফে গোয়ায় কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা দীনেশ গুণ্ডু রাও বলেছেন গোয়ার দলকে দুর্বল করতে লোবো এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাথ ষড়যন্ত্র করেছিলেন। বিজেপির সঙ্গে মিলেই দলের কিছু নেতা ষড়যন্ত্র করেছিলেনবলে অভিযোগ করেন তিনি। এব্যাপারে দুই নেতার কথা উল্লেখ করেন কংগ্রেস নেতা।
ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার অভিযোগ
দীনেশ গুণ্ডু রাও জানিয়েছেন, কংগ্রেস মাইকেল লোবোকে দল থেকে বহিষ্কার করছে। তিনি আর গোয়া বিধানসভার বিরোধী দলনেতা নন। তিনি অভিযোগ করেন দলের দুই নেতা বিজেপির সঙ্গে সমন্ময় রক্ষা করে কাজ করছিলেন। দিগম্বর কামাথের বিরুদ্ধে বেশ কিছু মামলা থাকায়,তা থেকে বাঁচতে তিনি বিজেপি সঙ্গে কাজ শুরু করেছিলেন। অন্যদিকে মাইকেল লোবো ক্ষমতার জন্য কংগ্রেসের সঙ্গদে বিশ্বাসঘাতকতা করছিলেন।
বিধায়কদের বিপুল অর্থের টোপ
দীনেশ গুণ্ডু রাও বলেছেন, বিজেপি কংগ্রেসের দুই-তৃতীয়াংশ ভাঙানোর চেষ্টা করছে। অর্থাৎ আটজন যাতে কংগ্রেস ছাড়ে সেই চেষ্টা করছে। বিধায়কদের বিপুল অর্থের টোপ দেওয়া হয়েছে। টাকা পরিমাণ শুনে তিনি হতবাকবলেও জানিয়েছেন। তবে এর মধ্যে থেকেও দলের ছয়জন বিধায়ক যেভাবে বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তাঁর জন্য তিনি গর্বিত বলে জানিয়েছেন ওই নেতা।
কংগ্রেস দুর্বল নয়
এআইসিসির তরফে গোয়ার দায়িত্বপ্রাপ্ত নেতা বলেছেন কংগ্রেস দুর্বল নয়। প্রসঙ্গত গত বিধানসভা নির্বাচনে ৪০ আসনের গোয়া বিধানসভা. কংগ্রেস ১১ টি আসন দখল করে। আর এদিন সকাল থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় অন্ততসাতজন কংগ্রেস বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। শনিবার তাঁরা দলের বৈঠকেও যোগ দেননি। সেই সময় কংগ্রেসের তরফে বলা হয় পুরোটাই মিথ্যা। কোনও কংগ্রেস বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ করেননি।
(Source: oneindia.com)