সোমবার শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। সব জল্পনার অবসান ঘটিয়ে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়ে দিল কেন্দ্রীয় শিশু ও নারী কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন করবেন। ইস্ট-ওয়েস্ট মেট্রো সার্ভিসের ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত সম্প্রসারিত অংশের উদ্বোধন করবেন তিনি। ১১ জুলাই বিকাল ৫টা নাগাদ এই উদ্বোধন হবে।
এদিকে গত বিধানসভা নির্বাচনের আগে প্রচারে এসে বাংলায় একেবারে মাটি কামড়ে পড়েছিলেন স্মৃতি ইরানি। বাংলা ভাষায় কথাবার্তা ভালোই বলতে পারেন তিনি। সেকারনে সহজেই তিনি বাংলার মানুষের সঙ্গে মিশে যান। দলকে চাঙা করতেও বার বার স্মৃতি ইরানিকে পাঠিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই স্মৃতি ইরানি এবার শিয়ালদহ মেট্রোর উদ্বোধনে। আর সেই উদ্বোধনের দিকে গত কয়েকমাস ধরেই তাকিয়ে রয়েছেন বঙ্গবাসী।
ইতিমধ্যেই প্রশ্ন উঠছে রেল দফতরের সঙ্গে সেভাবে কোনও যোগ নেই স্মৃতি ইরানির। কিন্তু তিনিই উদ্বোধন করবেন শিয়ালদহ মেট্রোর। অন্য়দিকে এই গ্রান্ড ওপেনিংয়ে রাজ্যের মন্ত্রীরা কতটা গুরুত্ব পাবেন তা নিয়েও প্রশ্ন উঠছে। এমনকী রাজ্যকে কিছুটা এড়িয়ে গিয়েই এসব করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন শাসকদলের একাংশ। তবে এখন সুষ্ঠুভাবে উদ্বোধনী অনুষ্ঠানকে সম্পন্ন করাটাই মেট্রো কর্তৃপক্ষের কাছে বড় লক্ষ্য।
এদিকে শনিবার সকালেই শহরে চলে এসেছেন স্মৃতি ইরানি। একাধিক দলীয় কর্মসূচিও রয়েছে তাঁর। এরপর সময়সূচি মেনে শিয়ালদহ মেট্রোর উদ্বোধন। বৃহস্পতিবার থেকে মেট্রোর চাকা গড়াবে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত। সোমবারের পরে মেট্রোর সূচিও ঘোষণা করা হবে।