অটোর যাত্রী সংখ্যা নিয়ে অবাক ট্র্যাফিক পুলিশ
উত্তরপ্রদেশের ফতেপুর জেলায়, যা ১২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত, সেখানে অতিরিক্ত গতি দেখে একটি অটো দাঁড় করিয়েছিলেন পুলিশকর্মীরা। আর অটোর যাত্রী সংখ্যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ ট্রাফিক পুলিশের। যখন পুলিশ কর্মী অটো থেকে যাত্রীদের বের হতে বলেন তখন দেখা যায় মহিলা-শিশু ও চালক সহ অটোয় ২৭ জন যাত্রী ছিলেন। তাঁরা প্রত্যেকেই পুলিশের ভয়ে অটো থেকে বেরিয়ে আসেন। ফতেপুরের বিন্দকি কোতোয়ালি এলাকার কাছে পুলিশ স্পিডগান নিয়ে যানবাহনের গতি পরীক্ষা করছিল। সেই সময়েই এই অটোটি তীব্র গতিতে যাচ্ছিল বলে থামান পুলিশকর্মীরা।
২৭ জন যাত্রী নিয়ে অটো
জানা গিয়েছে, রবিবার বিন্দাকি থেকে ইদ-উল-আধার বিশেষ নমাজ পরে ওই যাত্রীরা বাড়ি ফিরছিলেন। পুলিশ জানিয়েছেন যে তাঁদের কোনও ধারণাই ছিল না যে একটা ছোট্ট তিন চাকার গাড়িতে ২৭ জন মানুষ চড়ে বসতে পারেন। অতিরিক্ত গতির কারণে পুলিশ কর্মী ওই অটোটিকে দাঁড় করিয়েছিল এবং ট্রাফিক পুলিশ অটোয় যাত্রী সংখ্যা গুনতে গিয়ে অবাক হয়ে যায়। কিন্তু এরপর অটো থেকে সবাইকে নামতে বলতেই ঘাবড়ে যান তারা। দেখা যায়, ছোট্ট অটোটিতে করে যাচ্ছিলেন এক মিনিবাসের সমান যাত্রী। একের পর এক যাত্রী অটো থেকে নেমেই যাচ্ছেন। কিছুতেই যেন যাত্রীর সংখ্যা শেষ হচ্ছে না। শিশু ও প্রাপ্তবয়স্ক মিলিয়ে মোট ২৭ জন ছিলেন ওই অটোতে।
অটোটিকে আটক করেছে পুলিশ
পুলিশ জানিয়েছে অটোয় অধিক যাত্রী নিয়ে চলা খুবই সাধারণ বিষয় কিন্তু ২৭ জন যাত্রীকে একসঙ্গে অটোয় বসানো খুবই কঠিন ব্যাপার। এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অটোটিকে আটক করেছেন পুলিশকর্মীরা। অটো চালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ফতেপুর থানার আধিকারিকরা।
ভিডিও ভাইরাল
পুলিশও ওই অটোটি বাজেয়াপ্ত করেছে। এ দিকে, যাত্রীদের অটো থেকে নামার ওই ঘটনাটির ভিডিও রেকর্ডিং করছিল কোনও ব্যক্তি। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেট জুড়ে। ভিডিও দেখে দর্শকেরা ভেবেই পাচ্ছেন না ছয় আসনের অটোর ভিতর চালক-সহ এই ২৭ জন বসেছিলেন কী করে!