ইমরান আল মাহমুদ : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্পের আকাশে উড়লো শতাধিক ঘুড়ি।
রোববার (১০ জুলাই) পবিত্র ঈদুল আযহার দিন ক্যাম্প-১৯ এ ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ব্যতিক্রমী এই ঘুড়ি উৎসবের আয়োজন করেন। এতে সাধারণ রোহিঙ্গাদের মাঝে বিরাজ করছে আনন্দ আর খুশি।
ঘুড়ি উৎসবে আসা কয়েকজন রোহিঙ্গা বলেন, ‘আমরা নিজ দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে পাঁচবছর অতিবাহিত করছি। পবিত্র ঈদের দিনে আনন্দ ছড়িয়ে দিতে ঘুড়ি উৎসবের আয়োজন করায় ৮এপিবিএন কে ধন্যবাদ জানাই। আমরা নিজ দেশের মাটিতে এভাবে আনন্দ উদযাপন করতে পারলে আরও ভালো লাগতো।’
এদিকে ব্যতিক্রমী এ আয়োজনে রোহিঙ্গা শিশুদের ঘুড়ি উড়ানো শিখিয়ে দিচ্ছিলেন ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন। ঘুড়ির রশি ধরে উড়ানোর দৃশ্যটা শিশুদের মধ্যে আনন্দের মাধ্যমে ছড়িয়ে দিতে কিছুটা ব্যর্থ হলেও তা পুরোপুরি হাল ধরে শিখিয়ে ছাড়লেন কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খান।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান,পবিত্র ঈদুল আযহার দিনে ছুটির দিন হলেও আমরা ছুটে এসেছি রোহিঙ্গা শিশুদের মাঝে আনন্দ ভাগাভাগি করতে। সারাবছরই ক্যাম্পে এপিবিএন সদস্যরা আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থাকে। এফডিএমএন সদস্যদের মাঝে আনন্দ ছড়িয়ে ভবিষ্যতে অপরাধ কার্যক্রমে যাতে তারা জড়িয়ে না পড়ে সেটা চিন্তা করে এ উদ্যোগটি নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সান নিউজ/এফএ